Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১০, ২০২৪

অভিযোগের রাজনীতি করে বিজেপি, ওদের কাছে জনসমর্থন নেই। মনোনয়ন পেশের পর বললেন অভিষেক

আরম্ভ ওয়েব ডেস্ক
অভিযোগের রাজনীতি করে বিজেপি, ওদের কাছে জনসমর্থন নেই। মনোনয়ন পেশের পর বললেন অভিষেক

ওরা শুধু অভিযোগের রাজনীতি করে, মানুষের সমর্থন ওদের কাছে নেই। আলিপুরে নির্বাচনের মনোনয়ন পত্র জমা দিতে এসে, ফের বিজেপি সহ বিরোধীদের কটাক্ষ করলেন ডায়মন্ড হারবার লোকসভার প্রার্থী তথা তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় ।

শুক্রবার অক্ষয় তৃতীয়া দিন, তাঁর কালীঘাটের বাসভবন থেকে কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে এসে, দক্ষিণ চব্বিশ পরগণার প্রার্থীদের মনোনয়ন পেশের জন্য নির্ধারিত আলিপুর ট্রেজারি বিল্ডিংএ মনোনয়ন জমা দেন অভিষেক বন্দোপাধ্যায় । সকাল থেকেই রাস্তার দুধারে, অভিষেক বন্দোপাধ্যায়ের কাটআউট দিয়ে মুড়ে দেওয়া হয় । তাঁর মনোনয়ন পেশের এই মিছিলে ডায়মন্ডহারবার লোকসভার সাত বিধানসভার বিধায়করা ছাড়াও ছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা । ২০১৪ সাল থেকেই এই আসনে লড়ছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক । সোমেন মিত্রের ছেড়ে যাওয়া আসনে প্রথম নির্বাচনে লড়েই প্রায় ৭১ হাজার ভোটে যেতেন তিনি । তারপর থেকে ক্রমশই বেড়েছে তাঁর জয়ের ব্যবধান । ভোট বাড়ার অঙ্ক নিয়ে প্রশ্নও তুলেছেন বিরোধীরা, অভিযোগ উঠে এ অঞ্চলে তৃণমূলের একপেশে দাপট নিয়েও । সেই প্রসঙ্গেই আজ মনোনয়ন পেশের পর, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, বিরোধীদের রাজনীতি শুধুই কোর্ট-ইডি-সিবিআই ওপর নির্ভরশীল । এসএসসি আর সন্দেশখালি এই দুটি ইস্যু ছাড়াতো ওদের নির্বাচনী লড়াইয়ে কোনো ইস্যু নেই । সুপ্রিম কোর্ট এসএসসি ইস্যুর গ্যাস বেলুনে আলপিন ফুটিয়ে দিয়েছে । বিজেপির অভিসন্ধি, চক্রান্ত মানুষের কাছে পরিষ্কার। বিরোধীরা নির্বাচনের সময়ের পরিযায়ী আর বসন্তের কোকিল, সারা বছর মানুষের পাশে ওরা থাকে না । এরা বিচার ব্যবস্থ্য, আধা সামরিক বাহিনী, কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা, নির্বাচন কমিশন, বিপুল অর্থবল, সব নিয়ে অভিযোগ করছে । পাশাপাশি তিনি বলেন বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত প্রতিটি ভোটেই তার অঞ্চলেরই উন্নয়নণের ভিত্তিতেই তাঁর দল মানুষের সমর্থন পেয়েছে । এপ্রসঙ্গে বিরোধীদের, বিশেষত বিজেপিকে তাঁর কটাক্ষ, নির্বাচন ঘোষণার একমাস পরেও ডায়মন্ড হারবার লোকসভায় প্রার্থীর নাম দিতে পারেনি বিজেপি । তার মূল কারণ বিজেপির সংগঠনের অভাব । তারা বুথের তালিকা প্রকাশ করতে পারবে কিনা সেপ্রসঙ্গেও সন্দেহ প্রকাশ করেন তিনি । নির্বাচনী বুধ এজেন্ট দেওয়া প্রসঙ্গে বলেন, বিরোধীদের কাছে লোক নেই, অভাব সংগঠনের । বিরোধীদের প্রতি তাঁর পাল্টা চ্যালেঞ্জ, প্রচারে বা অন্য কোথাও সমস্যা হলে তাঁকে জানাতে। তিনি নিজে সে সমস্যার সমাধান করবেন । কিন্তু কোনো দলের যদি জনসমর্থন না থাকে সেটা তাদের সমস্যা । রক্তের দাগ লেগে রয়েছে তাদের গায়ে, তাই মানুষ ওদের ভরসা করতে পারে না । বিজেপির পাশাপাশি বামেদেরও সমালোচনা করেন তিনি । মনোনয়ন পেশের পরই তিনি আসানসোলে উদ্দ্যশে রাওনা হন । সেখানে আজ শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচার করবেন তিনি ।

অভিষেকের পাশাপাশি এদিন কলাকাতা উত্তরের দুই যুযুধান প্রার্থী তৃণমূলের সুদীপ বন্দোপাধ্যায় এবং বিজেপির তাপস রায়ও জেসপ বিল্ডিংয়ে তাদের মনোনয়ন জমা দিয়েছেন ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!