Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ৩, ২০২৩

কৃষিভবন থেকে অভিষেক সহ তৃণমূল নেতাদের আটক করল দিল্লি পুলিশ

আরম্ভ ওয়েব ডেস্ক
কৃষিভবন থেকে অভিষেক সহ তৃণমূল নেতাদের আটক করল দিল্লি পুলিশ

দিল্লির কৃষিভবন থেকে অবশেষে মঙ্গলবার রাত ৯টার কিছু পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের সব নেতা-সাংসদ-মন্ত্রী-বিধায়কদের টেনে হিঁচড়ে বের করে আটক করল দিল্লি পুলিশ। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে পুলিশ মাইকে বলছিল কৃষিভবন ফাঁকা করে দিতে। কিন্তু তৃণমূলের নেতারা কৃষিভবনের গাড়ি বারান্দায় অবস্থানে বসে ছিল।  অভিষেকের নেতৃত্বে তৃণমূল সাংসদ-
বিধায়ক-নেতা-মন্ত্রীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ শেষ পর্যন্ত গ্রেফতার করে প্রিজন ভ্যানে তুলল। শান্তনু সেনকে পুলিশ টেনে কৃষিভাবন থেকে বের করে প্রিজন ভ্যানে তোলে। চ্যাঙদোলা করে মহুয়া মৈত্রকে অবস্থানস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। অভিষেক, ফিরহাদ,দোলা, অরূপ,কল্যাণ,বিরবাহা  সহ সব নেতানেত্রীদের দিল্লি পুলিশ গ্রেফতার করল ৯টা ১২ মিনিট নাগাদ। দিল্লি পুলিশ অভিষেক সহ তৃণমূল নেতাদের বাসে তুলে নিয়ে কৃষিভবন ফাঁকা করে দিল। তবে এটা আটক না গ্রেফতার তা দিল্লি পুলিশ জানায়নি।

রাজনীতি করতে এসে এই প্রথম কোনও আন্দোলন করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশের হাতে আটক হলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশের হাতে আটক হওয়ার পর হাতমুঠ করে প্রিজন ভ্যান অর্থাৎ যে বাসে তাদের তোলা হয় সেখান থেকে বুঝিয়ে দেন আন্দোলন চলবে।

২০১২ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে প্রবেশ। তার পর তিনি সব আন্দোলনই করেছেন নির্বিঘ্নে।  মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো প্রতিকূল পরিস্থিতিতে কোনও রাজনৈতিক আন্দোলন অভিষেককে করতে হয়নি। তবে এই প্রথম অভিষেক আন্দোলন করতে গিয়ে গ্রেফতার বা আটক হলেন।

তৃণমূল সাংসদ শান্তনুন সেন বলেন, এটা আমাদের সঙ্গে অন্যায় হচ্ছে। কল্যাণ বন্দোপাধ্যায় বলেন আমাদের গ্রেফতার করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমরা জানি না। আমার সঙ্গে একই বাসে অভিষেক, অরূপ,দোলা,বিরবাহা সহ অন্যান্যরা রয়েছি।

সম্প্রতি ডেঙ্গির বিরুদ্ধে রাজ্যের ব্যার্থতা নিয়ে প্রতিবাদ জানাতে গিয়ে যে ভাবে বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের শাসকদল তৃণমূলের দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছিলেন ঠিক সেই কায়দায় কৃষিভবন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল সাংসদ-বিধায়ক-মন্ত্রী-নেতাদের দিল্লি পুলিশ আটক করল। তিনটি বাসে করে কোর্ট অ্যারেস্ট করা হল অভিষেক সহ অন্যান্যা তৃণমূল নেতানেত্রীদের। এই ধরণের গ্রেফতারিতে কিছুক্ষণ পর ছেড়ে দেওয়া হয়। তবে এটা গ্রেফতার না আটক সেটা দিল্লি পুলিশ জানায়নি।

এখন দেখার কখন অভিষেক সহ অন্যান্য তৃণমূল নেতাদের পুলিশ ছাড়ে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!