- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ৩, ২০২৩
বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে অভিষেক

আজ মঙ্গলবার ইডির হাজিরা এড়াতে কৌশলী পদক্ষেপ নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সিংহের নির্দেশের ব্যাখ্যা চেয়ে অভিষেক হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। পাশাপাশি, মঙ্গলবার ইডির হাজিরা এড়ানোর আবেদনও ডিভিশন বেঞ্চে জানিয়েছেন তৃণমূলের এই নেতা। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে বুধবার ।
অভিষেকের আইনজীবীর বক্তব্য, যে মামলায় বিচারপতি অমৃতা সিনহা ইডিকে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন, তার সঙ্গে সরাসরি তাঁর মক্কেল যুক্ত নন। কিন্তু বিচারপতির নির্দেশ অভিষেকের অধিকার এবং স্বার্থকে সরাসরি প্রভাবিত করছে। তাঁর আরও বক্তব্য, তদন্তকারী সংস্থার তদন্তপ্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করছেন বিচারপতি। তিনি নির্দিষ্ট ভাবে অভিষেক এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ইডিকে পদক্ষেপ করতে বলেছেন। শুধু তা-ই নয়, পদক্ষেপ না করলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপের হুমকিও দিয়েছেন। এ ভাবে বিচারপতি সিংহ ভয়ের বাতাবরণ তৈরি করছেন বলে দাবি।
অভিষেকের আইনজীবী জানিয়েছেন, বিচারপতি সিংহের নির্দেশে ইডি অভিষেককে মঙ্গলবার তলব করেছে। কিন্তু তিনি জনপ্রতিনিধি। ওই দিন তাঁর দলের কর্মসূচি রয়েছে, যা পূর্বঘোষিত। তা ছাড়া, অভিষেকের আবেদনে এ-ও বলা হয়েছে যে, ইডি তাঁর কাছ থেকে যে নথি চেয়েছে, তা অনেক দিনের পুরনো। তা জোগাড় করতে আরও কিছুটা সময় দরকার। এই সমস্ত কারণ দেখিয়ে হাজিরা এড়াতে চেয়েছেন অভিষেক। প্রসঙ্গত অভিষেকের হারিস মুখার্জী রোডের বাড়ির নথি, তাঁর বাবা, মায়ের সম্পত্তির নথি চেয়েছেন বিচারপতি। কেন অমৃতা সিনহা এসব চেয়েছেন? সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই অভিষেকের এই মামলা।
❤ Support Us