Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • অক্টোবর ৭, ২০২৩

“রাজভবনে এসে আমাদের সঙ্গে বৈঠক করুন”, নিরঞ্জন জ্যোতিকে বার্তা দিলেন অভিষেক

আরম্ভ ওয়েব ডেস্ক
“রাজভবনে এসে আমাদের সঙ্গে বৈঠক করুন”, নিরঞ্জন জ্যোতিকে বার্তা দিলেন অভিষেক

রাজভবনের সামনের অবস্থান মঞ্চ থেকে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি ও সুকান্ত মজুমদারকে এক সঙ্গে দুটো বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক নিরঞ্জন জ্যোতিকে বললেন, “রাজভবনে এসে আমাদের সঙ্গে বৈঠক করুন।”  আর সুকান্তর প্রতি বলেন, “সুকান্তকে ফোনে বলো , ১০০ দিনের টাকা ফেলো।”
শনিবার অভিষেক বলেন, “আমাদের সঙ্গে বৈঠক করতে হলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সদ্ধি নিরঞ্জন জ্যোতি রাজভবনে আসুন। তিনি কেন বিজেপি পার্টি অফিস আমাদের ডাকছেন? আমরা নবান্নের পরিবর্তে তপসিয়ার তৃণমূল ভবনে শুভেন্দু, সুকান্ত মজুমদারকে ডাকলে তাঁরা আসবেন? আমরা কেন বিজেপির পার্টি অফিস রাজ্যের বকেয়া আদায়ের জন্য কেন্দ্রের কাছে দাবি জানাতে বিজেপি অফিস যাবো?”, শনিবার এই মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের ১০০ দিনের কাজ ও আবাস যোজনার বকেয়া টাকা আদায়ে দিল্লি গিয়ে সুবিচার পায়নি তৃণমূল, জুটেছে দিল্লি পুলিশের লাঞ্ছনা, অভিযোগ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন , ৩ অক্টোবর নিরঞ্জন জ্যোতি তাদের সঙ্গে দেখা করেননি। এদিকে শনিবার কলকাতায় এসে নিরঞ্জন জ্যোতি বলেছেন, “আমি দেখা করতে চেয়েছিলাম বলেই আমার মন্ত্রকে বসেছিলাম আড়াই ঘণ্টা। তৃণমূলের প্রতিনিধিরা বৈঠকের নাম তালবাহানা করেছে। আমি যে কোনও জায়গায় বৈঠকে রাজি। রাজ্যে আবাস যোজনার টাকা নিয়ে দুর্নীতি হয়েছে, এই নিয়ে রাজ্যকে চিঠি দিলেও রাজ্য জবাব দেয়নি।”

শনিবার নিরঞ্জন জ্যোতি কলকাতায় পৌঁছবার আগে সুকান্ত মজুমদার বলেন, “তৃণমূল প্রতিনিধিরা চাইলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে আমাদের পার্টি অফিস এসে কথা বলতে পারেন।” সুকান্তর এই বক্তব্যের জবাবেই অভিষেক পাল্টা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে রাজভবনে এসে তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে কথা বলার জন্য আহ্বান জানালেন।

এদিন অভিষেক সুকান্ত মজুমদারের সম্প্রতি সংবাদ মাধ্যমে বলা রাজ্যের বকেয়া প্রসঙ্গে একটি বক্তব্য তাঁর মোবাইলের মাধ্যমে মাইকে রাজভবনের অবস্থান মঞ্চে থাকা সব তৃণমূল কর্মীদের শোনান। শোনা যায় সুকান্ত মজুমদার বলছেন, “আমি একটা ফোন করে দিলেই টাকা এসে যাবে।” সুকান্তর এই বক্তব্য উল্লেখ করে অভিষেক বলেন, “আমি রাজীব বন্দ্যোপাধ্যায়কে বলছি, আপনি তো বিজেপিতে গিয়েছিলেন, আপনাকে আদর করে স্পেশাল বিমানে করে উড়িয়ে নিয়ে গেয়েছিল। আপনার কাছে নিশ্চই সুকান্ত মজুমদারের মোবাইল নম্বর আছে। আপনি ওই নম্বরটি মাইকে জানিয়ে দিন। সুকান্তবাবুর মোবাইল যে ২০ লক্ষ মানুষ, যারা ১০০ দিনের কাজের টাকা পাননি , তাঁরা ফোন করে ভদ্র ভাবে বলবেন, আমাদের দু’বছর কাজের টাকাটা জোগাড় করে দিন। তারপর সুকান্তবাবু যা বলবেন সেটা রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন।”
রাজীব বন্দ্যোপাধ্যায় এর পর রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থান মঞ্চ থেকে সুকান্ত মজুমদারের দুটো মোবাইল নম্বর ঘোষণা করেন। অভিষেক এদিন বলেন, “সুকান্তকে ফোনে বল, ১০০ দিনের টাকা ফেল। দেখুন তার পর সুকান্তবাবু প্রধানমন্ত্রীকে বলে আপনাদের টাকা আদায় করে দিতে পারেন কি না। তাঁর এতো ক্ষমতা এটা আগে কেউ জানতো না। তাই তিনি যখন নিজেই বলেছেন, তিনি ফোন করলেই দিল্লি টাকা দিয়ে দেবে, তাহলে আর আমাদের এখানে কষ্ট করে বসে থাকার দরকার হবে না।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!