Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১৫, ২০২৪

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে মুখে কুলু্প ।সন্দেশখালি নিয়ে বাংলাকে অপমান করেছে ওরা, ওটা মাতালদের দল। পুড়শুড়া, ব্যারাকপুরের প্রচারে বিজেপিকে আক্রমণ অভিষেকের

আরম্ভ ওয়েব ডেস্ক
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে মুখে কুলু্প ।সন্দেশখালি নিয়ে বাংলাকে অপমান করেছে ওরা, ওটা মাতালদের দল। পুড়শুড়া, ব্যারাকপুরের প্রচারে বিজেপিকে আক্রমণ অভিষেকের

আরামবাগের পুড়শুড়া দলীয় প্রার্থীর প্রচার সভায় সন্দেশখালি প্রসঙ্গ তুলে ফের বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূলের সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় । এদিন সভা মঞ্চ থেকে তিনি বলেন, সন্দেশখালি নিয়ে বাংলার মানুষকে অপমান করেছে বিজেপি, মহিলাদেরও অপমান করা হয়েছে । সারা দেশের কাছে বাংলাকে নিয়ে কুৎসা রটিয়েছে । এদিন ব্যারাকপুরের রোড শোতেও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবূদ্ধি নিয়ে কেন্দ্রের সমালোচনা করেন তিনি । বলেন, বিজেপির প্রচার কখনো খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে কথা থাকে না, শুধুই থাকে মিথ্যাচার

সন্দেশখালিতে মন্ডল সভাপতির ভাইরাল হওয়া সাম্প্রতিক ভিডিয়ো প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, যে ওই দলের জননেতা ক্যামেরার সামনে বলেন, ভোটের দিন বুথ প্রতি মদের খরচ লাগবে পাঁচ হাজার টাকা লাগবে । গোটা বাংলায় বুথের সংখ্যা আশি হাজার । সেই নিরিখে রাজ্যে ভোটের জন্য বিজেপি কর্মীদের মদের খরচইতো ৪০ কোটি টাকা । এর থেকেই প্রমানিত হয় বিজেপি মাতালদের দল, ঘুষখোর, পাতাখোরদের দল । বাংলায় কোনো ভদ্রজন ওই দলকে সমর্থন করে না ।

এদিন আরমবাগ লোকসভায় তৃণমূল প্রার্থী মিতালি বাগের প্রচারে এসে অভিষেক নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবূদ্ধি নিয়ে কেন্দ্রকে আক্রমণ করে বলেন মমতা লক্ষীরভান্ডারে বাংলার মহিলাদের টাকা দিচ্ছে, আর গ্যাসের দাম বাড়িয়ে সেই টাকা নিয়ে যাচ্ছেন মোদি । মহিলাদের জন্য সামাজিক সুরক্ষার ভাতা সুনিশ্চিত করেছে মমতা বন্দোপাধ্যায়ের সরকার, সেই টাকা দ্বিগুণ হয়েছে । বিজেপি ক্রমাগত সেই ভাতা বন্ধের ভয় দেখাচ্ছে । এরপর সভামঞ্চ থেকেই একটি অডিও ক্লিপ চালিয়ে অভিষেক বলেন, বিজেপির কুচবিহারের জেলা কমিটির সহ সভাপতি দীপা চক্রবর্তী একমাস আগে এক সভায় দাবি করেছেন, লক্ষীরভান্ডার আর বেশি দিন নেই, তিনমাসের মধ্যেই বন্ধ হয়ে যাবে । এপ্রসঙ্গে তৃণমূলের সর্ব ভারতীয় সম্পাদকের অনুযোগ, এবিষয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব ওই মহিলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি । এরপরই তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি চাইলেও লক্ষীরভান্ডার তারা বন্ধ হতে দেবেন না। এটা তৃণমূলের গ্যারন্টি ।

অভিন্ন দেওয়ানী বিধি সারা দেশে লাগু করে তফশিলিদের জন্য সংরক্ষণ কেড়ে নিতে চাইছে বিজেপি, এই অভিযোগ করে অভিষেক বলেন গোটা দেশের মধ্যে বিজেপির শক্ত ঘাঁটি উত্তরপ্রদেশেই, সবথেকে বেশি তফশিলি মানুষের ওপর অত্যাচার হয়েছে সেরাজ্যে । গত একদশকে প্রায় ১৩ হাজার প্রান্তিক জনগোষ্ঠী ভুক্ত মানুষ অত্যাচারের শিকার হয়েছেন। বাংলায় সেই সংখ্যা মাত্র ১০৮ জন । নিজেদের নির্বাচনের দলীয় ইস্তেহারের সঙ্গে বিজেপির প্রকাশিত ইস্তেহারের তুলনা টেনে তিনি বলেন, বিজেপি তাদের ভোট প্রতিশ্রুতিতে অভিন্ন দেওয়ানী বিধি প্রয়োগের কথা বলে তফশিলি জাতি-উপজাতির মানুষের অধিকার কেড়ে নিতে চাইছে । সেখানে তূণমূল মানুষকে সামাজিক সুরক্ষার প্রতিশ্রুতি দিচ্ছে । তিনি বলেন প্রথম চার দফায় ভোটের পর, বিজেপি ক্রমশি বাংলায় কোনঠাসা হচ্ছে, ৪ মের পর দিল্লিতে জোট সরকার গড়ে দেশের সমস্ত মহিলাকে লক্ষীরভান্ডারের আওতায় নিয়ে আসার প্রতিশ্রুতিও দেন তিনি ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!