Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ৭, ২০২৩

রাজ্যের পাওনা আদায়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখুন বোস, ধর্না মঞ্চ থেকে দাবি অভিষেকের

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যের পাওনা আদায়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখুন বোস, ধর্না মঞ্চ থেকে দাবি অভিষেকের

রাজ্যপাল দার্জিলিংয়ে তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করলেও কলকাতার রাজভবন সংলগ্ন অবস্থান ও ধর্না মঞ্চ থেকে শনিবার সন্ধ্যায় রাজ্যপালের বিরোধীতা করে বক্তব্য রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, “কেন কলকাতায় দেখা করার সময় দিলেন না রাজ্যপাল ? রাজ্যপালকে এই বকেয়া টাকার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লিখতে হবে।”

অভিষেক বলেন, “আমাদের নেত্রী বদলা নয় বদল চাই বলেছেন। তাই আমরা শান্তিপূর্ণ অবস্থান করছি রাজভবনের সামনে। বিজেপির এক নেতা আজ বলেছেন, পুজোর পরে কলকাতায় আন্দোলন করবেন। পুজোর তে এখনও বাকি আছে। এখন করুণ। বিজেপি যেদিন কলকাতায় মিটিং করবে তার এক ঘণ্টা আগে আমায় বলুক, আমি যাব। মাঠ আপনার, মঞ্চ আপনার, দম আছে?”

অভিষেক এদিন রাজভবনের সামনের ধর্না মঞ্চ থেকে বিজেপিকে নিশানা করে  বলেন, “আপনারা গদ্দার। দিল্লিতে গিয়ে বাংলার নামে বলে নিজেদের নম্বর বাড়াচ্ছ। আমাদের প্রশ্ন, ৩৮০০ কোটি টাকা শুধু পারিশ্রমিক হিসাবে বকেয়া। এছাড়া ৭ হাজার কোটি টাকার বেশি আটকে রেখেছে। ২০ লক্ষের বপশি লোক কাজ করেছে, কী করে সেই টাকা আটকে রাখতে পারে? আমরা চাই রাজ্যপাল প্রধানমন্ত্রীকে লিখে জানতে চান, কেন ২০/২১ লক্ষ লোকের টাকা আটকে রাখা হয়েছে। মন্ত্রীকে বলে কী হবে? ঠিক তো করবেন প্রধানমন্ত্রী। আপনারা বলছেন দুর্নীতি হয়েছে ১০০ দিনের কাজে, আবাস যোজনার কাজে, একটা এফআইআর করেছে? তিনদিন ধরে তো বলছি এফআইআর করুণ, কোথায়, করেছে? আমি বলছি, তিন মাসের মধ্যে মানুষের টাকা দিক, আমি যে কোনও তদন্তে যেতে রাজি। ২০২১-২০২২ এ টাকা দিয়েছে বলেছেন নিরঞ্জন জ্যোতি, আমি বলছি এই সময় একটা টাকা দেয়নি।”
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার বিরুদ্ধে ডায়মন্ড হারবারে প্রার্থী ছিলেন সমীর পুততুন্ডু, তিনি তো এই অবস্থানে এসেছেন, আসলে এটা জনতার আন্দোলন।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!