- দে । শ প্রচ্ছদ রচনা
- অক্টোবর ৬, ২০২৩
বাংলার কেন্দ্র বিরোধী আন্দোলনের মুখ হয়ে উঠলেন অভিষেক, মমতার পরে তিনিই বাংলার লড়াকু নেতা !

তাঁর নেতা হওয়া নিয়ে তৃণমূলের অন্দরের কোনও কোনও নেতার যেমন প্রশ্ন ছিল তেমনই বিরোধীদের তো ছিলই। এবার সেই সংশয় থেকে মুক্ত হয়তো হলেন তাঁরা। কেননা দিল্লিতে টানা দুদিন কর্মসূচি চালিয়ে এবার বৃহস্পতিবার থেকে রাজভবনের সামনে ধর্নায় বসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই তাঁর দলের অন্য নেতানেত্রীদের নিয়ে। অভিষেক শুরু থেকেই সাংসদ, তিনি আবার আন্দোলন করলেন কোথায়? এই সমালোচনা থেকে তাহলে কী এবার মুক্তি পেলেন অভিষেক? সেটা সময় বলবে। তবে ২০১২ থেকে ২০২৩ এর অক্টোবর মাস পর্যন্ত বাংলার কোনও রাজনৈতিক দলে কোনও তরুণ কর্মীকে জাতীয় স্তরের নেতা হয়ে উঠতে দেখেননি বাংলার মানুষ। সেটা করে দেখালেন অভিষেক অবশ্যই অভিষেকের এই উত্থানের নেপথ্যে রয়েছেন বাংলার অগ্নিকন্যা এবং এক সময় বাংলার বিরোধী আন্দোলনের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়।
Resolute and determined, our fight for justice continues!
WE SHALL NOT MOVE AN INCH!
As promised, our delegation, led by National GS Shri @abhishekaitc shall continue their indefinite dharna until the governor meets us.
Day-2 of our peaceful sit-in protest in front of Raj… pic.twitter.com/gVlfmlJ5s2
— All India Trinamool Congress (@AITCofficial) October 6, 2023
১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায়ের দাবিতে দিল্লি গিয়েছিলেন অভিষেক বঞ্চিতদের নিয়ে। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী, বিধায়ক, সাংসদরা। সেখানে দাবি আদায় হয়নি। দেখা করেননি গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী। বদলে অভিষেকদের কপালে জুটেছে পুলিশি লাঞ্ছনা। শেষ পর্যন্ত রাজ্যে ফিরে দিল্লির প্রতিনিধি রাজ্যপাল সি ভি আনন্দ বোসের রাজভবনের সামনে অবস্থানে বসেছেন অভিষেক ও তাঁর দল। দাবি, রাজ্যপালের সঙ্গে দেখা না করে তিনি ও তাঁর দল রাজভবন ছাড়বেন না। শুক্রবার সকাল ১১টা থেকে রাজভবনের সামনে তৃণমূলের কর্মসূচি আবার শুরু হয়েছে। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা প্রশ্ন তুলেছেন, “রাজভবনের সংলগ্ন ১৪৪ ধারা এলাকায় এই অবস্থান হচ্ছে কী ভাবে?”
শুক্রবার সকাল থেকেই পুলিশি তৎপরতা তৃণমূলের ধর্নামঞ্চের সামনে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। আরও শক্ত ভাবে তৈরি করা হচ্ছে মঞ্চ। বৃষ্টি আটকাতে মজবুত ছাউনি বসানো হয়েছে। যাতে ধর্নামঞ্চেই রাত কাটানো যায়, তার জন্য পর্দা লাগানো হয়েছে।
বৃহস্পতিবারের রাত ধর্নামঞ্চের কাছেই কাটিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাত ১১ টার পর তৃণমূলের বাকি নেতৃত্ববৃন্দ ধর্নামঞ্চ থেকে চলে গেলেও অভিষেক থেকে গিয়েছিলেন। মঞ্চের পিছনে অস্থায়ী ক্যাম্প করা হয়েছিল। সেই ক্যাম্পেই ছিলেন অভিষেক। সকাল ১১ টার পর থেকে তৃণমূল নেতৃত্ব আবার ধর্না মঞ্চে যোগ দিতে শুরু করেছেন। বৃহস্পতিবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজির অবস্থান মঞ্চে স্বামীর সঙ্গে দেখা করতে আসেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর দল নিয়ে রাজভবনের সামনে অবস্থান মঞ্চে থাকবেন
যতক্ষণ পর্যন্ত রাজ্যপালের সঙ্গে তাঁদের দেখা না হচ্ছে।
❤ Support Us