- দে । শ প্রচ্ছদ রচনা
- ডিসেম্বর ১৬, ২০২৩
মোদির সঙ্গে বৈঠকে মমতার সঙ্গী অভিষেক
মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ১৭ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন। তাঁর সহযাত্রী হচ্ছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাজ্যের বকেয়া আদায় নিয়ে দেখা করে রাজ্যের প্রাপ্য আদায়ের দাবি জানাবেন মমতা, মমতার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আরও কয়েকজন তৃণমূল সাংসদ থাকবেন। তৃণমূল সূত্রে এমনটাই জানা গেছে।
রাজ্যের ১০০ দিনের কাজের ৭ হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে বাকি হয়ে আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রাপ্য আদায়ে নিজে বঞ্চিতদের সঙ্গে নিয়ে দিল্লি গিয়েছিলেন, সঙ্গে ছিলেন তৃণৃূলের সাংসদদের একটি দল। কিন্তু দিল্লি গিয়েও নীরঞ্জন জ্যোতির সঙ্গে সাক্ষাৎ হয়নি অভিষেক ও বঞ্চিতদের। তার পরিবর্তে কেন্দ্রের পুলিশের লাঞ্ছনা সহ্য করতে হয়েছে তাঁদের।
এরপর কলকাতায় ফিরে রাজভবনের সামনে অবস্থানে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণৃূল নেতারা। তারপর রাজ্যপাল সি ভি আনন্দ বোস কলকাতায় ফিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমশ দেন, তাঁর দাবির কথা শোনেন এবং বলেন কেন্দ্রের সঙ্গে তিনি রাজ্যের দাবির কথা জানাবেন। অবশেষে রাজ্যপাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইমেল করে জানান তিনি, রাজ্যের প্রাপ্য আদায়ের বিষয়টি নিয়ে অমিত শাহর সঙ্গে কথা বলেছেন। অভিষেককে সমস্যা সমাধানের আশ্বাসও রাজ্যপাল দেন। তারপর অভিষেক অবস্থান তুলে নেন এবং ঘোষণা করেন, কেন্দ্র রাজ্যের ১০০ দিনের কাজের টাকার সঙ্গে বাংলার রাস্তা, আবাস যোজনার টাকা
যদি কেন্দ্র রাজ্যকে না দেয় তাহলে দাবি আদায়ের আন্দেলনে পুজোর পর মমতা বন্দ্যোপাধ্যায় নামবেন।
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের মেগা বৈঠকে বলেন, কেন্দ্র রাজ্যের প্রাপ্য না দিলে তিনি ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে দিল্লি যাবেন। ১৮,১৯,২০ ডিসেম্বরের যে কোনও একদিন তিনি প্রধানমন্ত্রীর কাছে সময় চাইবেন। রাজ্য ভিক্ষা চাইছে না। এই টাকা রাজ্যের প্রাপ্য। রাজ্য থেকে যে জিএসটি কেন্দ্র তুলে নেয় সেই টাকা সব রাজ্যকে দিলেও বাংলাকে বঞ্চিত করে কেন্দ্র। এই টাকা আদাশ করতে তিনি কয়েকজন সাংসদকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে রাজ্যের ন্যায্য প্রাপ্তি চাইবেন। তারপর প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সচিবালয়ে জানান হয়, ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন নতুন সংসদ ভবনে। তখনই জল্পনা শুরু হয়, মমতার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি যাবেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে? অবশেষে সেই জল্পনাই সত্যি হতে চলেছে, তৃণমূল সূত্রে জানা গেছে মমতার সঙ্গে মোদির সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
❤ Support Us