- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২৩, ২০২৩
নেতাজি ইনডোরে মমতার মেগা বৈঠক, থাকছেন না অভিষেক
তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা-কর্মীদের নিয়ে আজ বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে মেগা বৈঠক করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই মেগা বৈঠকে নেতাজি ইনডোর স্টেডিয়ামে যোগ দিতে পারছেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২০২৪-এর লোকসভা নির্বাচনের দলীয় নেতা-কর্মীদের বার্তা দেবেন কিন্তু সেই বৈঠকে সশরীরে উপস্থিত থাকছেন না অভিষেক। তিনি ভার্চুয়ালি এই বৈঠকে অংশ নেবেন বলে জানা যাচ্ছে। তৃণমূল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ কন্টাক্ট লেন্স ব্যবহার করার ফলে তাঁর চোখে রক্ত জমে গেছে। তিনি চোখের সমস্যায় রয়েছেন বলে নেতাজি ইনডোর স্টেডিয়ামে আসতে পারছেন না। প্রসঙ্গত বুধবার বিজিবিএস সেরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাঁর বাড়িতে দেখতে গিয়েছিলেন।
২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে আজ বৃহস্পতিবারই তৃণমূলের সর্বস্তরের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক থেকে আগামী লোকসভা নির্বাচনের দলীয় পরিকল্পনার রূপরেখা ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে। তৃণমূল নেত্রী কি বলেন এই মেগা সমাবেশ থেকে সেটা শোনার জন্য বৃহস্পতিবার সকালেই নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাজ্যের সমস্ত জেলা থেকে তৃণমূল নেতা-কর্মীরা আসতে শুরু করেছেন। তাদের পেক্ষা দলনেত্রী তাদের কি বার্তা দেন সেই লক্ষ্যে।
❤ Support Us