- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ৩, ২০২২
চেলসি বেচে দিচ্ছেন আব্রামোভিচ, অর্থ যাবে ইউক্রেনে যুদ্ধ বিধ্বস্তদের সাহায্যে
টুইটার আব্রামোভিচ বলেছেন, আমি সব সময় ক্লাবের স্বার্থ দেখেছি। আর এই মুহূর্তে আমার মনে হচ্ছে, চেলসিকে বিক্রি করে দেওয়াই ক্লাবের পক্ষে ভাল ।
চেলসি বিক্রি করে দিচ্ছেন আব্রামোভিচ। নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন রুশ মালিক। ক্লাব বিক্রির অর্থ যাবে ইউক্রেনে যুদ্ধ-আক্রান্তদের সাহায্যে। রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধের পরিবেশে এ এক অভাবনীয় উদ্যোগ ।বুধবার চেলসির টুইটার হ্যান্ডলে আব্রামোভিচ জানিয়েছেন, ‘গত কয়েক দিন মিডিয়ায় প্রচুর জল্পনা চলছিল, আমার চেলসি মালিক থাকা নিয়ে। সব সময় আমি ক্লাবের স্বার্থ দেখে এসেছি। আর এই মুহূর্তে আমার মনে হচ্ছে, চেলসিকে বিক্রি করে দেওয়াই ক্লাবের পক্ষে সবচেয়ে ভাল হবে। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করেই ক্লাব বিক্রি করা হবে । চেলসিকে আমি সব সময় আবেগ দিয়ে বিচার করেছি । চেলসি বিক্রি করে যে অর্থ আসবে, তা যাবে ইউক্রেন ত্রাণ তহবিলে। আমি আমার টিমকে সে রকম একটা তহবিল তৈরি করার কথা জানিয়েছি । ইউক্রেনে যুদ্ধে যাঁরা আক্রান্ত, তাঁদের সাহায্য করা হবে সেই অর্থ দিয়ে।
সব রকম সাহায্য করা হবে সেই তহবিলের অর্থ দিয়ে। মনে রাখবেন, এ রকম একটা সিদ্ধান্ত নেওয়া আমার পক্ষে খুব কঠিন ছিল। চেলসি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল। কিন্তু চেলসির পক্ষে এটাই সবচেয়ে ভাল হবে।’
উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরেই কার্যত চেলসির মালিকানা হস্তান্তর করলেন রোমান। আসলে আমেরিকার পাশাপাশি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও পুতিনের আগ্রাসনের বিরুদ্ধে সরব হয়েছেন। এমন পরিস্থিতিতে ইংল্যান্ডের মাটিতে রুশ ব্যবসায়ী সংস্থার টিকে থাকা কার্যত কঠিন। তার জেরেই হয়তো এই সিদ্ধান্ত আব্রামোভিচের। যদিও নিজমুখে তা স্বীকার করেননি তিনি।
একদিকে রাশিয়া ইউক্রেনকে ধ্বংস করছে, অন্যদিকে আরেক রাশিয়ান প্রতিপক্ষ দেশের যুদ্ধ বিধ্বস্তদের সাহায্যে এগিয়ে আসছেন। দিন কয়েক আগেই ক্লাবের দায়িত্ব থেকে সরে গিয়েছিলেন আব্রামোভিচ। চেলসির দায়ভার তুলে দিয়েছিলেন ট্রাস্টির হাতে। এবার ক্লাব বিক্রির সিদ্ধান্ত নিয়ে ফেললেন।
❤ Support Us