Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ২৬, ২০২৪

‌‌সেমিফাইনালে আফগানিস্তানের কাছে হেরে এমার্জিং এশিয়া কাপ টি২০ থেকে বিদায় ভারতীয় ‘‌এ’‌ দলের

আরম্ভ ওয়েব ডেস্ক
‌‌সেমিফাইনালে আফগানিস্তানের কাছে হেরে এমার্জিং এশিয়া কাপ টি২০ থেকে বিদায় ভারতীয় ‘‌এ’‌ দলের

এমার্জিং এশিয়া কাপ টি২০ প্রতিযোগিতায় গ্রুপ লিগে তিনটি ম্যাচ জিতে শীর্ষে থেকেই সেমিফাইনালে উঠে এসেছিল ভারত ‘‌এ’‌ দল। সেমিফাইনালে অবশ্য শেষরক্ষা হল না। ভারত ‘‌এ’‌ দলকে ২০ রানে হারিয়ে ফাইনালে উঠেছে আফগানিস্তান ‘‌এ’‌ দল। ফাইনালে শ্রীলঙ্কা ‘‌এ’‌ দলের বিরুদ্ধে খেলবে আফগানিস্তান। অন্য সেমিফাইনালে পাকিস্তান ‘‌এ’‌ দলকে হারিয়ে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা ‘‌এ’‌ দল।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান। ভারতীয় বোলাররা দুই আফগান ওপেনারের সামনে কোনও প্রতিবন্ধকতাই গড়ে তুলতে পারেননি। শুরু থেকেই বিধ্বংসী ছিলেন জুবেইদ আকবরি ও সেদিকুল্লাহ আতাল। ওপেনিং জুটিতে ১৪ ওভারে তুলে ফেলেন ১৩৭। ৪১ বলে ৬৪ রান করে আকিব খানের বলে প্রথম আউট হন জুবেইদ। তিন নম্বরে নামা করিম জানাত আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করে রানের গতি অব্যাহত রাখেন। ১৮তম ওভারে রসিক সালাম দারের বলে বোল্ড হন সেদিকুল্লাহ। ৫২ বলে ৮৩ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। পরের বলেই দারউইশ রসুলিকে (‌০)‌ তুলে নেন রসিক। ইনিংসের শেষ ওভারে ফেরান করিম জানাতকে (‌২০ বলে ৪১)‌। শেষ পর্যন্ত ২০ ওভারে ২০৬/‌৪ তোলে আফগানিস্তান। ২৫ রানে ৩ উইকেট নেন রসিক।
জয়ের জন্য ২০৭ রানে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় ওভারেই অভিষেক শর্মার (‌৭)‌ উইকেট হারায় ভারত। প্রভসিমরণ সিং (‌১৩ বলে ১৯)‌, তিলক ভার্মা (‌১৪ বলে ১৬)‌ বড় রান পাননি। আয়ুশ বাদোনি (‌২৪ বলে ৩১) ও নেহাল ওয়াধেরা (‌১৪ বলে ২০)‌ মিডল অর্ডারে কিছুটা লড়াই করেন। নিশান্ত সান্ধু ১৩ বলে ২৩ রান করে আউট হন। রমনদীপ সিং লড়াই করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ইনিংসের শেষবলে আউট হন রমনদীপ। ৩৪ বলে তিনি করেন ৬৪। শেষপর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৬ রান তোলে ভারত। ‌
অন্য সেমিফিনালে শ্রীলঙ্কা ‘‌এ’‌ দল ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান ‘‌এ’‌ দলকে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৫ রান তোলে পাকিস্তান। জবাবে, ১৬.‌৩ উইকেটে ১৩৭/‌৩ তুলে ফাইনালে পৌঁছে যায় শ্রীলঙ্কা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!