Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১৫, ২০২৪

মন্তেশ্বরে শিশুকে শ্বাসরোধ করে খুন, নদীর জলে ভাসানো হল দেহ।কন্যা হত্যার অভিযোগে গ্রেফতার পিতা

আরম্ভ ওয়েব ডেস্ক
মন্তেশ্বরে শিশুকে শ্বাসরোধ করে খুন, নদীর জলে ভাসানো হল দেহ।কন্যা হত্যার অভিযোগে গ্রেফতার পিতা

মাত্র ৩ মাসের শিশুকন্যাকে গলা টিপে খুন করে নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত জাসায় মুর্মুকে গ্রেপ্তার করেছে। জাসায়কে কালনা মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন। মন্তেশ্বরের শুশুনিয়া পঞ্চায়েতের পানবড়েয়া গ্রামের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। শিশুকন্যাকে উদ্ধার করতে গ্রাম লাগোয়া খড়ি নদীতে তল্লাশি শুরু করে স্থানীয় ডুবুরিরা। আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী। দেহ উদ্ধারের পর এলাকায় শোকের ছায়া নামে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, নিজের স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও অন্য এক মহিলাকে স্ত্রীর পরিচয় দিয়ে মন্তেশ্বরের পানবড়েয়ায় ধান কাটতে এসেছিল ঝাড়খণ্ডের বাসিন্দা জাসায়। এই খবর জেনে ঝাড়খণ্ড থেকে কোলের শিশুকন্যাকে সঙ্গে নিয়ে বুধবার সকালে পানবড়েয়ায় হাজির হয় জাসায়ের স্ত্রী রোজমেরি হেমব্রম। স্ত্রী-সন্তান থাকতেও অন্য মহিলা নিয়ে থাকার অভিযোগকে কেন্দ্র করে দফায় দফায় তুমুল বচসা হয় জাসায়ের সঙ্গে। অভিযোগ, এরপরই নিজের শিশুকন্যাকে গলা টিপে খুন করে নদীর জলে ফেলে দেয় জাসায়। পুলিশ ও স্থানীয়দের সামনে অপরাধ কবুল করেছে জাসায় মুর্মু। পুলিশ জাসায়কে গ্রেপ্তারের পাশাপাশি তার সঙ্গে থাকা মহিলাকে জিজ্ঞাসাবাদ করছে। কালনার এসডিপিও রাকেশ কুমার চৌধুরি বলেন, ‘অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। খুনের মামলা রুজু হয়েছে।’ জানা গেল, ধান কাটার কাজে পানবড়েয়া গ্রামে রাশমি মারাণ্ডি নামে এক মহিলাকে স্ত্রীর পরিচয় দিয়ে নিয়ে আসে জাসায় মূর্মূ। বেশ কয়েকবছর ধরে এখানে কাজ করতে আসার সুবাদে জাসায় ও তার স্ত্রী রোজমেরি হেমব্রমকে স্থানীয় মানুষজন চেনেন। জাসায়কে অনেকে ‘জামাই’ বলেও ডাকে। এবার স্ত্রীকে না নিয়ে এসে অন্য এক মহিলাকে সঙ্গে করে নিয়ে আসায় অনেকের মনে প্রশ্ন উঠতে শুরু করে। তখন জাসায় তাকে তার ‘নতুন বউ’ বলে পরিচয় দিলে আর কেউ সন্দেহ করেননি। এদিকে বচসা খানিকটা থিতিয়ে যেতে রোজমেরি তার স্বামীর কাছে মেয়েকে রেখে প্রাতঃকৃত্য সারতে যায়। ফিরে এসে মেয়ের দেখা না পেয়ে সন্দেহ বাড়ে রোজমেরির। স্থানীয় লোকজনদের ঘটনার কথা জানাতেই তারা জাসায়কে চাপ দিতেই সত্যিটা কবুল করে সে। খবর পেয়ে পুলিশ এসে জাসায়কে গ্রেপ্তার করে নদীর কাছে নিয়ে যায়। নদীর জলে জাল ফেলে, জলে নেমে তন্নতন্ন করে খোঁজ শুরু হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!