- দে । শ
- এপ্রিল ২৯, ২০২৪
হিঙ্গলগঞ্জে বিস্ফোরণে অভিযুক্ত বিজেপির সক্রীয় কর্মী গ্রেফতার

হিঙ্গলগঞ্জে বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার এলাকার বিজেপি নেতা নিমাই দাসের ভাই দিলীপ দাস। ২ দিন পুলিশ হেফাজতের নির্দেশI নিমাই দাস গত বিধানসভায় হিঙ্গলগঞ্জ কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন। শনিবার সকালে নিমাইয়ের ভাই দিলীপের রান্না ঘরেই বোমা বিস্ফোরণ হয়। বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণের ঘটনায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। শুরু হয়ে যায় বিশেষ করে তৃণমূল বিজেপির রাজনৈতিক চাপানউতোর। সন্দেশখালির ঘটনায় কেন্দ্রীয় এজেন্সির তদন্তে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যখন একেবারে কোনঠাসা। সেই সময় হিঙ্গলগঞ্জের ঘটনার বিজেপির বিরুদ্ধে তৃণমূলকে সরব হওয়ার সুযোগ করে দিয়েছে। হিঙ্গলগঞ্জে বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনাকে ভোটর মুখে রাজনৈতিক ভাবে কাজে লাগাচ্ছে তৃণমূল। খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও হিঙ্গলগঞ্জের ঘটনা নিয়ে বিজেপিকে ঠেস দিতে ছাড়েননি। বিস্ফোরণের ঘটনার তদন্তে শুরু করেছে সিআইডি। রাজ্য পুলিষের ফরেন্সিইক দলও এদিন তদন্তে যায় দিলীপ দাসের বাড়িতে। বাড়িটিকে ঘিরে রেখেছে পুলিশ। শনিবার ঘটনার পর দিলীপ দাস এক এক সময় একেক রকম যুক্তি দেখিয়েছেন। কখনও দিলীপ বলেছেন তিনি বাড়িতে ছিলেন না। আবার কখনও বলেন তিনি ফুল গাছের তদারকি করছিলেন। বিস্ফোরণের ঘটনায় তাঁর স্ত্রী শ্যামলী দাস আহত হয়ে পুকুরে ঝাঁপ দেয়। আবার এও বলেছেন স্ত্রী আতঙ্কে জ্ঞান হারালে প্রতিবেশীরা তাঁকে সুশ্রূষা করে চিকিৎসার ব্যবস্থা করেন। জেরায় কথার অসঙ্গতি থেকেই দিলীপকে গ্রেপ্তার করে হাসনাবাদ থানার পুলিশ। দিলীপকে যখন আদালতে তোলা হচ্ছিল তখন তাঁর মধ্যে কোন ভাবলেশ চোখে পড়েনি। পুলিশ তার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ২৮৬, ৩০৭, ৩২৬, ১২০ বি এবং ৯ বি এক্সপ্লোসিভ অ্যাক্টে অভিযোগ দায়ের করেছে পুলিশ। এদিন তাকে বসিরহাট আদালতে তোলা হলে বিচারক দিলীপ দাসকে ২ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। তৃণমূলের হাসনাবাদ অঞ্চল সভাপতি রমেশ দাস বলেন, ‘হাসনাবাদ এলকায় শান্তিপ্রিয় মানুষের বাস। শনিবার দিলীপ দাসের বাড়ি যে ঘটনা ঘটেছে তার তদন্ত করছে পুলিশ। তদন্তে সত্য ঘটনা প্রকাশ পাবে। কিন্তু অকারণে তৃণমূলের ওপর দায় চাপিয়ে পঞ্চায়েত পরিচালনায় নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইছে বিজেপি।’ তিনি বলেন, ‘বিজেপির এখন রোজকার অভ্যাস যেকোন ঘটনায় তৃণমূলের ওপর দায় চাপিয়ে দেওয়া। এখন নির্বাচন কমিশনের অধীনে পুলিশ নিরপেক্ষ তদন্তে করে সত্য উদ্ঘাটন করবে।’ এদিন হাসনাবাদের দক্ষিণ শিমুলিয়ায় দিলীপ দাসের বাড়িতে বাড়িতে যান বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তিনি এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। এই ঘটনা রেখা বিজেপির বিরুদ্ধে চক্রান্ত বলে মন্তব্য করেন। হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল বলেন, ‘এই বিস্ফোরণের ঘটনা বিজেপির মুখোশ খুলে গেছে। রাজ্য পুলিশ তদন্তের আমাদের আস্থা আছে।’
❤ Support Us