Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ৯, ২০২৩

মামলায় সন্তোষজনক অগ্রগতি নেই, গৌরী লঙ্কেশ খুনে মূল অভিযুক্তকে জামিন দিল আদালত

আরম্ভ ওয়েব ডেস্ক
মামলায় সন্তোষজনক অগ্রগতি নেই, গৌরী লঙ্কেশ খুনে মূল অভিযুক্তকে জামিন দিল আদালত

বিচার প্রক্রিয়ায় বিলম্ব হওয়ার কারণেই সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনে মূল অভিযুক্তকে জামিন দিল কর্নাটক হাই কোর্ট, এমনটাই জানিয়েছে আদালত। উল্লেখ্য, ৫ বছরের উপর জেলবন্দি ছিলেন গৌরী লঙ্কেশ খুনের ঘটনায় অভিযুক্ত মোহন নায়ক।

 

বিচারপতি বিশ্বজিৎ শেঠি মূল অভিযুক্ত মোহন নায়কের (৫৬) জামিন মঞ্জুর করেন ৭ ডিসেম্বর, বৃহস্পতিবার। বিচার প্রক্রিয়ার ধীর গতির জন্যই এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানানো হয়েছে আদালতের তরফে। এই খুনের ঘটনায় মোহনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও সংগঠিত অপরাধ আইনের ধারায় অভিযোগ আনা হয়েছিল। আদালতের মতে, কর্নাটকের এই আইনে আকু দোষী সাব্যস্ত হলেও তাকে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড দেওয়া যায় না। বুধবার এই মামলা পর্যবেক্ষণ করে কর্ণাটক হাই কোর্টের তরফে জানানো হয়, “এই মামলার কোনও সন্তোষজনক অগ্রগতি নেই। বিচার প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে। তাই অভিযুক্তকে জামিন দেওয়া হবে।”

 

জীবিত অবস্থায় গৌরী লঙ্কেশ ধর্মীয় আগ্রাসনের বিরুদ্ধে সরব হওয়ায় কট্টর হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের সঙ্গে তিনি ঝামেলায় জড়িয়েছিলেন। ২০১৭ সালে ৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে নিজের বাড়ির সামনেই গৌরী লঙ্কেশকে গুলি করে খুন করা হয়। এর পরই দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। তদন্ত নেমে প্রায় ১৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তড়িঘড়ি একটি সিট বা বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তও শুরু হয়। এর পর থেকে মোট ১৭ জন অভিযুক্ত ধরা পড়েছে। কিন্তু সেই মামলার কোনও সন্তোষজনক অগ্রগতি না থাকায় আদালত শেষ পর্যন্ত গৌরী লঙ্কেশ খুনের ঘটনায় অভিযুক্ত মোহন নায়েকের জামিন মঞ্জুর করল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!