- দে । শ
- নভেম্বর ৭, ২০২৪
দশম শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন। গ্রেফতার প্রতিবেশী

আরজি কর নিয়ে যখন তোলপাড় সারা দেশ। তার মধ্যেই একজন ডাক্তারের বিরুদ্ধে উঠল নাবালিকার ওপর যৌন নির্যাতনের অভিযোগ। দশম শ্রেণী নাবালিকার ওপর শারীরিক অত্যাচারের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে ৬৭ বছরের পরিতোষ সরকার নামে প্রতিবেশীকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ধর্ষণের অভিযোগে ধৃত ওই ব্যক্তির ছেল একজন সরকারি হাসপাতালের ডাক্তার ! ধর্ষণের ঘটনা ঘটেছে হাসনাবাদ থানা এলাকার। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বৃদ্ধের নাম পরিতোষ সরকার। তার বিরুদ্ধে পকসো ধারায় মামালা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে বসিরহাট মহকুমা আদালতে পাঠালে বিচার অভিযুক্তের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ পরিতোষ সরকারকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দশম শ্রেণীর ছাত্রী নাবালিকাকে বাড়িতে রেখে কলকাতায় গিয়েছিলেন তার বাবা, মা। সেই সুযোগে প্রতিবেশী ৬৭ বছরের বৃদ্ধ পরিতোষ সরকার বাড়ির ভেতরে ঢুকে পড়ে। সেই সময় ওই নাবালিকাকে একা পেয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে বললে নাবালিকাকে খুনের হুমকিও দেয় পরিতোষ। রাতে বাড়ি ফিরে মেয়ের কাছে সব শুনে হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার পরিবারের লোক। অভিযোগ পেয়ে রাতেই পরিতোষকে গ্রেফতার করে পুলিশ। নির্যাতিতার মা বলেন, বেশ কিছুদিন ধরে আমার মেয়েকে উত্যক্ত করত প্রতিবেশী পরিতোষ সরকার। বুধবার মেয়েকে বাড়িতে রেখে আমরা স্বামী–স্ত্রী কলকাতায় গিয়েছিলাম। বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে ছাদের দরজা নিয়ে ঘরে ঢুকে আমার মেয়ের উপর অত্যাচার করেছে। অভিযুক্তের ছেলে কলকাতার একটি হাসপাতালের চিকিৎসক । অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই । চিকিৎসক পুত্রের বাবার এই কীর্তির কতা চাউর হতেই নিন্দার ঝড় উঠেছে এলাকায়। এদিন অভিযুক্তকে আদালতে পাঠানোর পাশাপাশি পুলিশের তরফে নাবালিকা ছাত্রীর ডাক্তারি পরীক্ষা ও গোপন জবানবন্দী নেওয়া হয় । অভিযুক্ত পরিতোষকে ৫ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
❤ Support Us