- এই মুহূর্তে দে । শ
- জুন ২০, ২০২৪
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে মেধার সমর্থনে মধ্যপ্রদেশে যাচ্ছেন প্রতিনিধি দল
গুজরাটের নর্মদা নদীর ওপর নির্মিত সর্দার সরোবর প্রকল্পের ফলে প্রতিবেশী রাজ্য মধ্যপ্রদেশে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে আন্দোলনরত সমাজকর্মী মেধা পাটেকর কয়েকটি রাজ্য ও একটি কৃষক সংগঠনের তরফে পূর্ণ সমর্থন পেলেন।
‘নর্মদা বাঁচাও আন্দোলন’-র নেত্রী মেধা পাটকর বাস্তুচ্যুত ব্যক্তিদের পুনর্বাসনের বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশনা বাস্তবায়নের জন্য গত ছয় দিন ধরে জেলা সদর থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে চিখালদা গ্রামের খেদা বস্তিতে অবস্থান বিক্ষোভ করছেন। তাঁকে সমর্থন যোগাতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, ওড়িশার ডিজিপি কর্মী প্রফুল্ল সামন্তরা ,প্রাক্তন বিধায়ক ও সম্মিলিত কিষাণ মোর্চা নেতা ডঃ সুনীলাম এবং মহারাষ্ট্র ও উত্তর প্রদেশ থেকে বহু সমর্থক মেধাকে সমর্থন করতে বুধবার খেদা বস্তিতে পৌঁছেছেন।
সম্মিলিত কিষাণ মোর্চা নেতা ডঃ সুনীলাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আমরা এই মেধা পাটকরের এই আন্দোলনকে সমর্থন জানাতে ও তাঁর সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে এখানে এসেছি। ‘ পাশাপাশি রাজ্য ও কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে, কেন্দ্র ও রাজ্য সরকার শীঘ্রই যদি এই পুনর্বাসনের ব্যাপারে কোনও পদক্ষেপ গ্রহণ না করেন তখন তাঁরা এই আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দেবেন।
উল্লেখ্য, ২০১৭ সালে সুপ্রিম কোর্ট সর্দার সরোবর প্রকল্পের জন্য মধ্য প্রদেশের ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। সে প্রসঙ্গে ডঃ সুনীলাম জানিয়েছেন, সরকারকে সুপ্রিম কোর্টের পুনর্বাসনের নির্দেশ দ্রুত বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিতে হবে।
তিনি জানিয়েছেন, এতে এমন একটি বিধানও রয়েছে যে, সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা দেখা করবেন ও পরিস্থিতি, বিশেষত জলের স্তর এবং অন্যদের কতটা জলাধার ভরাট করা দরকার তা নিয়ে নিজেদের মহদ্যে আলাপ আলোচনা করবেন। তাঁর দাবি দ্রুত এই বিষয়ে কেন্দ্র ও রাজ্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক।
❤ Support Us