শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
ইতিহাসের গৈরিকীকরণের বিরুদ্ধে সরব হলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সাম্প্রতিক সাক্ষাৎকারে, বিজেপি সমর্থকদের কটাক্ষ, মুঘলরা যদি এতই খারাপ হয়, তাহলে ভেঙ্গে ফেলা হোক তাজমহল, গুঁড়িয়ে দেওয়া হোক লাল কেল্লা।
খুব শীঘ্রই মুক্তি পাবে নাসিরুদ্দিন শাহ অভিনীত ‘তাজ ডিভাইডেড বাই ব্লাড’ নামক ওয়েব সিরিজ। জি-ফাইভে মুক্তিপ্রাপ্ত ইতিহাসধর্মী ছবিতে আকবরের ভূমিকায় দেখা যাবে তাঁকে । তার আগে বিজেপি সরকারের দেশের ইতিহাসের গৈরিকীকরণের বিরুদ্ধে বিস্ফোরক তিন বারের জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা। সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বলেন,মুঘলদের গৌরবান্বিত করবার যেমন কোনো কারণ নেই, তেমনি তাদের শয়তান ভাবারও কিছু হয়নি। ব্রিটিশ সরকারের মতো লুটপাট চালানোর জন্য ভারতে তারা আসেননি, বরং ভারতকে তারা নিজের দেশ বলেই মনে করেছিলেন। ভারত ইতিহাসে তাঁদের অবদান স্মরণীয়। আজকে যেমন ইতিহাস থেকে মুঘলদের মুছে ফেলার চেষ্টা চলছে, সেই একই প্রয়াস পূর্বেও দেখা গেছে। অতীত চর্চায় ব্রাত্য ছিল মৌর্য, গুপ্ত,বিজয়নগর,অজন্তা গুহা বা উত্তর-পূর্বাঞ্চল। কারণ ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গিতে লেখা ইতিহাসে শাসক ব্রিটিশের মহিমা কীর্তন ছিল মূল লক্ষ্য। প্রকৃত ইতিহাস অধরাই থেকে যেত। আজকের দিনেও ইতিহাসের এ বিপরীত গতি লক্ষ্যণীয়।
নাসিরুদ্দিন স্বনামধন্য অভিনেতা। দেশ ও বিদেশের চলচ্চিত্র সমালোচক মহলে প্রশংসিত তাঁর ছবি। রাজনৈতিক হোক বা সামাজিক- বিভিন্ন বিষয়ে নিজের স্বাধীন মত ব্যক্ত করেন তিনি। যা বিতর্কের উদ্রেক করে কখনো কখনো। কয়েক বছর আগে, দেশের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা নিয়ে মম্তব্যের জেরে শাসকশিবিরের রোষের শিকার হয়েছিলেন। সিএএ , এনআরসি ইস্যুতেও মোদি সরকারের তীব্র সমালোচনা করেছিলেন। পেয়েছিলেন পাকিস্তানে চলে যাওয়ার হুমকি। সাম্প্রতিক মন্তব্যের মধ্যে দিয়ে আবার প্রমণ করলে, বন্দুকের গুঁতোয় মুক্ত কণ্ঠকে থামাতে পারবে না রাষ্ট্র।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34