Advertisement
  • এই মুহূর্তে বৈষয়িক
  • জানুয়ারি ৪, ২০২৪

আম্বানিদের পেছনে ফেলে দেশের ধনী তালিকা শীর্ষে আদানিগোষ্ঠী

আরম্ভ ওয়েব ডেস্ক
আম্বানিদের পেছনে ফেলে দেশের ধনী তালিকা শীর্ষে আদানিগোষ্ঠী

দেশের সবচেয়ে ধনীর তালিকায় গৌতম আদানির নাম উঠে এলো। বুধবারের রায়ে সুপ্রিম কোর্ট আদানি গ্রুপের শেয়ার মূল্যের কারসাজির অভিযোগে বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির তদন্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করার পরে পাওয়ার-টু-পোর্ট জায়ান্টের শেয়ারগুলির মূল্য  উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আহমেদাবাদ-ভিত্তিক এই শিল্পগোষ্ঠীর অনুকূলে এই রায় যাওয়ার ফলে বুধবার আদানি গ্রুপের শেয়ারগুলো ১২ শতাংশ পর্যন্ত বেড়েছে, যা ১৫ লক্ষ কোটিরও বেশি বাজার মূলধন লাভের জায়গায় পৌঁছেছে। এই লাভের ফলস্বরূপ গৌতম আদানির পরিবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মুকেশ আম্বানিকে টপকে গিয়েছে, এই মুহূর্তে ভারতের সবচেয়ে ধনীর তালিকায় জায়গা করে নিয়েছে গৌতম আদানির আদানি গোষ্ঠী।

বুধবার, গৌতম আদানি পরিবারের মোট সম্পদের মূল্য ৯,৩৭ লক্ষ কোটি বেড়েছে, এই বৃদ্ধি এর একদিন ছিল ৮,৯৮ লক্ষ কোটি।
তুলনামূলকভাবে, মুকেশ আম্বানি পরিবারের মোট সম্পদ এই সময়ের মধ্যে ৯,৩৮ লক্ষ কোটি থেকে সামান্য কমে ৯,২৮ লাখ কোটিতে দাঁড়িয়েছে।

আদানি গোষ্ঠীর এই মোট সম্পদ বৃদ্ধি হয়েছে সেই সময় যখন আদানি গোষ্ঠীর পক্ষে সুপ্রিম কোর্টের রায় গিয়েছে। বুধবার, সুপ্রিম কোর্ট ভারতীয় কর্পোরেট জায়ান্ট-এর বিরুদ্ধে ওঠা শেয়ার মূল্যের কারসাজির অভিযোগের তদন্ত একটি বিশেষ তদন্ত দল বা সিবিআই-এর কাছে হস্তান্তর করতে অস্বীকার করেছে। আদালত জোর দিয়ে বলেছে যে বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি এই বিষয়ে  পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করছে এই সময় অন্য সংস্থাকে তদন্তের ভার দেওয়া যায় না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!