Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জুলাই ১, ২০২৩

রাজ্যের ৫০৯টি কলেজের নিজস্ব পোর্টালে স্নাতকস্তরে ভর্তির প্রক্রিয়া শুরু হল

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যের ৫০৯টি কলেজের নিজস্ব পোর্টালে স্নাতকস্তরে ভর্তির প্রক্রিয়া শুরু হল

শুরু হল রাজ্যের ৫০৯টি কলেজে স্নাতকস্তরে ভর্তির প্রক্রিয়া। রাজ্যের ৫০৯টি কলেজের আলাদা আলাদা পোর্টালের মাধ্যমে শুরু হল এই ভর্তি। শুক্রবার মধ্যরাত্রির পর থেকে এই কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হল, চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। এ বছর থেকে স্নাতক চার বছরের পাঠক্রমে ক্লাস শুরু হবে ১ অগস্ট থেকে, কলেজগুলি সেই লক্ষ্যেই এগোচ্ছে। তবে কেন্দ্রীয় ভাবে অনলাইনে এবারও কলেজে স্নাতকস্তরে ভর্তি চালু হল না।

এই বছর মে মাসে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়। উচ্চশিক্ষা দফতরের তরফে সে সময়ই জানানো হয়েছিল, গত কয়েক বছরের মতো ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক স্তরে পড়ুয়াদের ভর্তির প্রক্রিয়া অনলাইনে হবে।

গত ২ জুন এই সম্পর্কিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল :-

* ১ জুলাই ২০২৩, তারিখ থেকে স্বাতকস্তরে কলেজগুলিতে অনলাইনে ভর্তির প্রক্রিয়া শুরু হবে

* স্নাতক স্তরে ভর্তির আবেদনপত্র জমা নেওয়া হবে ১৫ জুলাই পর্যন্ত

* ওই আবেদনপত্র যাচাই করে ২০ জুলাই পড়ুয়াদের মেধাতালিকা প্রকাশ করা হবে

* ৩১ জুলাইয়ের মধ্যে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে

* ১ অগস্ট থেকে কলেজগুলিতে স্নাতকস্তরের প্রথম সেমেস্টারের ক্লাস শুরু করা যায়।

এই বিজ্ঞপ্তি অনুযায়ীই শুক্রবার মধ্যরাতের পর থেকেই রাজ্যের ৫০৯টি কলেজের নিজস্ব অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

উচ্চশিক্ষা দফতরের তরফে ভর্তি নিয়ে বেশ কিছু নির্দেশ জারি করা হয়েছে। ওই নির্দেশে বলা হয়েছে

* কলেজে ভর্তি নেওয়া হবে একমাত্র পড়ুয়াদের মেধার ভিত্তিতে

* শংসাপত্র যাচাইয়ের ছাত্র বা ছাত্রীকে কলেজে ডাকা যাবে না। অনলাইনেই পড়ুয়াদের শংসাপত্র যাচাই এবং আপলোড করতে হবে

* পড়ুয়াদের কাছ থেকে শংসাপত্র যাচাইয়ের জন্য কোনও টাকা আদায় করতে পারবে না সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি

* যোগ্য বলে বিবেচিত পড়ুয়াই স্নাতকস্তরে ভর্তির সুযোগ পেলে ভর্তির বিষয়টি তাঁকে ইমেল অথবা ফোনের মাধ্যমে জানান হবে

* কোনওভাবেই কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলি পড়ুয়াদের কাছ থেকে নগদে ভর্তির ফি নিতে পারবে না

* মেধাতালিকায় নাম থাকা পড়ুয়ারা অনলাইনে অথবা নির্দিষ্ট ব্যাঙ্কের মাধ্যমে ভর্তির ফি প্রদান করতে পারবেন

* অনলাইনে আপলোড করা পড়ুয়ার শংসাপত্রে যদি কোনও গরমিল পাওয়া যায় সেক্ষত্রে ওই পড়ুয়াদের আবেদনপত্র বাতিল করা হবে বিবেচিত হবে

কলেজে ভর্তি নিয়ে প্রচুর টাকার খেলা চলে। এই বেআইনি লেনদেন বন্ধ করতেই সমগ্র ভর্তি প্রক্রিয়া, শংসাপত্র যাচাই, মেধাতালিকায় থাকা পড়ুয়াকেই শুধু ভর্তি এবং ভর্তির ফি অনলাইনে জমা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং এই সমগ্র প্রক্রিয়াটি চলাকালীন যিনি ভর্তি হবেন তাঁকে কলেজে যাতে আসতে না হয় তাই সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটিই অনলাইনে সম্পন্ন করা হচ্ছে, একমাত্র ভর্তির প্রক্রিয়া শেষ হলে ক্লাস শুরুর দিনই ছাত্রছাত্রীদের ক্লাসে যোগ দেওয়ার জন্য কলেজে আসার কথা বলা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!