Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ২৭, ২০২৩

গ্রুপ শীর্ষে থাকতে আজ ওড়িশা বিরুদ্ধে জিততেই হবে মোহনবাগানকে

আরম্ভ ওয়েব ডেস্ক
গ্রুপ শীর্ষে থাকতে আজ ওড়িশা বিরুদ্ধে জিততেই হবে মোহনবাগানকে

গত মরশুম থেকেই মোহনবাগান সুপার জায়ান্টস কোচ জুয়ান ফেরান্দো স্বপ্ন দেখছিলেন এএফসি কাপ নিয়ে। লক্ষ্য ছিল এই প্রতিযোগিতায় ভাল ফল করা। এএফসি কাপে পরের পর্বে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়ে আজ ওড়িশা এফসি–র বিরুদ্ধে মাঠে নামছে সবুজমেরুন ব্রিগেড।

এএফসি কাপে দারুণ শুরু করেছিল মোহনবাগান। গ্রুপ লিগের প্রথম ম্যাচে মালদ্বীপের মাজিয়া এফসি–র বিরুদ্ধে জয় তুলে নিয়েছিল। প্রথম পর্বের ম্যাচে ওডিশা এফসি–কে হারিয়েছিল ৪–০ ব্যবধানে। সেই সময় মনে হচ্ছিল গ্রুপ পর্বে বাধা টপকানো মোহনবাগানের কাছে সময়ের অপেক্ষা। কিন্তু বসুন্ধরার কাছে শেষ ম্যাচ হেরে ধাক্কা খেয়েছে মোহনবাগান। এই মুহূর্তে ৪ ম্যাচে বসুন্ধরা ও মোহনবাগানের পয়েন্ট ৭ করে। তবে গোল পার্থক্যকে শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। মোহনবাগান দ্বিতীয় স্থানে। গ্রুপ থেকে শীর্ষস্থানাধিকারী দল পরের পর্বে উঠবে। বিভিন্ন গ্রুপ মিলিয়ে সেরা দুটি দলও পরের রাউন্ডে যাবে। তাই গ্রুপ শীর্ষে থাকতে গেলে আজ ওড়িশা এফসি–র বিরুদ্ধে জিততেই হবে মোহনবাগান সুপার জায়ান্টসকে।

ওডিশা এফসি–র বিরুদ্ধে মাঠে নামার আগে যথেষ্ট চাপে জুয়ান ফেরান্দোর দল। আশিক কুরুনিয়ান, আনোয়ার আলিরা দীর্ঘদিন ধরেই চোটের কবলে। তালিকায় এবার নতুন সংযোজন মনবীর সিং ও দিমিত্রি পেত্রাতোস। অর্থাৎ প্রথম একাদশের সেরা ৪ ফুটবলারকে ছাড়াই ওডিশা এফসি–র বিরুদ্ধে দল সাজাতে হবে জুয়ান ফেরান্দোকে। তবে মোহনবাগান কোচের সবথেকে বেশি চিন্তা মনবীর সিং ও দিমিত্রি পেত্রাতোসের পরিবর্ত নিয়ে।

৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ওডিশা এফসি। তাদের সামনেও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে। সুতরাং মোহনবাগানকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, সে কথা বলার অপেক্ষা রাখে না। দিমিত্রি পেত্রাতোস না থাকায় গোলের জন্য বাড়তি দায়িত্ব নিতে হবে জেসন কামিংসকে। তাঁর সঙ্গে আক্রমণভাগে সম্ভবত আর্মান্দো সাদিকুকে খেলাবেন জুয়ান ফেরান্দো। তবে দিমিত্রর না থাকা যে বড় সমস্যা, মেনে নিয়েছেন কামিংস। ওড়িশার বিরুদ্ধে মাঠে নামার আগে তিনি জানান, ‘‌পেত্রাতোসের শূন্যস্থান পূরণের দায়িত্ব আমাকেই নিতে হবে।’‌ জুয়ান ফেরান্দোর সামনে কাঁটা হয়ে দাঁড়াতে পারেন মোহনবাগানের প্রাক্তনী রয় কৃষ্ণা। মোহনবাগানের বিরুদ্ধে গোল করার জন্য তিনি মরিয়া।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!