- মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ২২, ২০২৪
জটিল অঙ্কের সামনে দাঁড়িয়ে ভারতের এশিয়ান কাপের দ্বিতীয় রাউন্ডের আশা, সিরিয়াকে হারাতেই হবে
প্রথম দুটি ম্যাচ হেরে এএফসি এশিয়ান কাপে দ্বিতীয় যাওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে ভারতের। ক্ষীণ আশা একটা বেঁচে আছে, তবে সেটা জটিল অঙ্কের ওপর দাঁড়িয়ে। গ্রুপ লিগের শেষ ম্যাচে সিরিয়ার বিরুদ্ধে শুধু বড় ব্যবধানে জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়া ও উজবেকিস্তান ম্যাচের দিকেও। সামনে কঠিন অঙ্ক থাকলেও হাল ছাড়ছে না ভারতীয় শিবির।
কঠিন গ্রুপে থাকলেও স্বপ্ন নিয়ে দোহা গিয়েছিল ইগর স্টিম্যাক ব্রিগেড। প্রথম ম্যাচে গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ লড়াই করেও মাত্র ২ গোলে হারতে হয়েছিল। উজবেকিস্তানের বিরুদ্ধে ভাল খেলার আশা নিয়েও ৩–০ ব্যবধানে হার ভারতের। গ্রুপে দুটি ম্যাচে হারলেও পরের রাউন্ডে যাওয়ার আশা রয়েছে। তবে মেলাতে হবে একাধিক সমীকরণ।
বাছাই পর্বের ৬টি গ্রুপ থেকে ২টি করে দল সরাসরি দ্বিতীয় রাউন্ডে উঠবে। এছাড়া ৬টি গ্রুপের সেরা ৪ তৃতীয় স্থানাধিকারী দল দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবে। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য ভারতকে সিরিয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে। শুধু তাই নয়, ‘সি’ গ্রুপে হংকং–প্যালেস্তাইন ম্যাচ ড্র হতে হবে, ‘এফ’ গ্রুপে ওমান ও কিরঘিজস্তান ম্যাচেও ফলাফল হওয়া চলবে না। এছাড়া, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামকে নিজেদের শেষ ম্যাচে হারতে হবে। এতগুলো অঙ্ক মিললেই ভারত পরের রাউন্ডে যাবে।
ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাক অবশ্য এতগুলো জটিল অঙ্ক নিয়ে মাথা ঘামাচ্ছেন না। তাঁর মাথায় শুধু ঘুরছে সিরিয়া ম্যাচ। সিরিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগের দিন স্টিম্যাক বলেন, ‘অন্য দলের ম্যাচ নিয়ে আমি ভাবছি না। আমার মাথায় শুধু সিরিয়া ঘুরছে। শেষ ম্যাচে জেতার জন্যই মাঠে নামব। অন্য দলগুলি কী ফল করল, তা নিয়ে ভাবছি না।’
প্রথম ম্যাচেই উজবেকিস্তানকে আটকে দিয়েছিল সিরিয়া। শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ১ গোলে। এইরকম দলের বিরুদ্ধে লড়াই সহজ হবে না, জানেন ভারতীয় দলের কোচ। ইগর স্টিম্যাককে ভাবাচ্ছে দলের গোল খরা। ভারতীয় দলের এই কোচ বলেন, ‘সিরিয়া যথেষ্ট শক্তিশালী। আগের দুটো ম্যাচে ভাল খেলেছে। আমাদের মতো ওরাও গোল সমস্যায় ভুগছে। শারীরিক দিক দিয়ে ওরা আমাদের থেকে এগিয়ে। আমাদের সেইভাবেই পরিকল্পনা করে খেলতে হবে।’
❤ Support Us