Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ২, ২০২৩

আজ হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামছে মোহনবাগান

আরম্ভ ওয়েব ডেস্ক
আজ হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামছে মোহনবাগান

আইএসএলে দুর্দান্ত ছন্দে থাকলেও এএফসি কাপে ধাক্কা খেয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। পরপর ২ ম্যাচে বাংলাদেশের বসুন্ধরা কিংস ও ওডিশা এফসি–র কাছে হেরে গ্রুপ লিগ থেকেই বিদায় নিয়েছে। এএফসি পর্ব কাটিয়ে আবার আইএসএলের ময়দানে ফিরে আসছে মোহনবাগান সুপার জায়ান্টস। আজ সামনে হায়দরাবাদ এফসি। সবুজমেরুণ ব্রিগেডের সামনে লক্ষ্য এএফসি কাপের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ানো।
ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে মোহনবাগানের কাছে কাজটা খুব একটা কঠিন হওয়ার কথা নয়। কারণ চলতি মরশুমে একেবারেই ছন্দে নেই হায়দরাবাদ। ৭ ম্যাচে ৪টিতে হেরেছে। দলে একজনও তারকা ফুটবলার নেই। এই রকম দলের বিরুদ্ধে তারকাখচিত মোহনবাগানের জিততে অসুবিধা হওয়ার কথা নয়। এএফসি কাপে পরপর দু’‌ম্যাচ হারলেও তার আগে আইএসএলে কিন্তু টানা ৪ ম্যাচ জিতেছিল মোহনবাগান।
যদিও হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামার আগে মোহনবাগান কিন্তু স্বস্তিতে নেই। চোটের জন্য এই ম্যাচেও দিমিত্রি পেত্রাতোস, মনবীর সিং, আনোয়ার আলিদের পাচ্ছেন না সবুজমেরুণ কোচ জুয়ান ফেরান্দো। আনোয়ার আলি না থাকায় ডিফেন্সের হাল খুবই খারাপ। এএফসি কাপে ওডিশা এফসি ম্যাচেই তার প্রমাণ পাওয়া গেছে। ৫ গোল হজম করতে হয়েছিল ফেরান্দোর দলকে। আক্রমণভাবে জেসন কামিন্স, আর্মান্দো সাদিকুরাও সেভাবে ভরসা দিতে পারছেন না। আইএসএলে এখনও পর্যন্ত মাত্র ১টা গোল করেছেন সাদিকু।
যদিও এই নিয়ে চিন্তা করছেন না জুয়ান ফেরান্দো। হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামার আগে তিনি বলেন, ‘‌একজন ফুটবলারের ওপর গোল করার দায়িত্ব থাকে না।’‌ সাদিকুর দাবি, এক দেশ থেকে এসে তাঁর মানিয়ে নিতে সমস্যা হচ্ছে। পেত্রাতোস, মনবীররা না থাকায় গোলের জন্য হুগো বুমোসের দিকেই তাকিয়ে থাকতে হবে জুয়ান ফেরান্দোকে। কারণ লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদেরও খেলার মধ্যে ধারাবাহিকতার অভাব।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!