- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ২৫, ২০২৩
ডেঙ্গির রক্তচক্ষু বাড়ছে, রাজ্যে আক্রান্ত প্রায় ৩৯ হাজার

ক্রমশ আতঙ্ক হয়ে দাঁড়াচ্ছে ডেঙ্গি। রাজ্যে দিন দিন ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৩৯ হাজারের কাছাকাছি পৌঁছেছে। এর মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি।
দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগনাতে ডেঙ্গির প্রাদুর্ভাব সবচেয়ে মারত্মক। স্বাস্থ্য ভবন সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী এবছর ১ জানুয়ারি থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এই জেলাতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৮৬৬১। মুর্শিদাবাদকে পেছনে ফেলে আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে কলকাতা। কলকাতায় আক্রান্তের সংখ্যা ৪৪২৭। নদীয়াতে ৪২৯১। বাংলাদেশের সীমান্তবর্তী আর এক জেলা দক্ষিণ ২৪ পরগানায় ১২৭৬। হুগলিতে ৩১১০। আর হাওড়ায় ১৮৯০।
স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক বলেছেন যে, ‘বাংলাদেশে ডেঙ্গির বড় প্রাদুর্ভাব রয়েছে। ডেঙ্গির ভাইরাস বহনকারী ব্যক্তিরা এখানে আসতে পারে। সংক্রমিত ব্যক্তিকে মশা কামড়ালে এখানে রোগটি আরও ছড়াতে পারে। ভারত ও বাংলাদেশের স্ট্রেনও আলাদা হতে পারে। তাই সতর্ক থাকতে হবে।’
ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বোর্ন ডিজিজেস কন্ট্রোল ডেটা অনুসারে পশ্চিমবঙ্গ গত বছর দেশের ডেঙ্গি আক্রান্তের দিক দিয়ে শীর্ষে ছিল। মোট আক্রান্তের সংখা ছিল ৬৭২৭১। এর মধ্যে প্রায় ৩০ জন মারা গিয়েছি। এবছর ইতিমধ্যেই ৩৯ হাজারের কাছাকাছি আক্রান্ত হয়েছে। ১৩ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৭ হাজার আক্রান্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে দক্ষিণবঙ্গের ১৫ টি জেলা, যেখানে ৩৪৯০৫ আক্রান্তের হদিস পাওয়া গেছে। উত্তরবঙ্গের ৮ জেলা, যার মধ্যে দার্জিলিং এবং কালিম্পং পাহাড় রয়েছে, প্রায় ৩২৭৬ জন আক্রান্ত হয়েছে।
❤ Support Us