- মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ৭, ২০২৪
চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতা, এবার আফগানিস্তানের কাছে হারতে হল বাংলাদেশকে

জেতা ম্যাচ হাতছাড়া করার ব্যাপারে বাংলাদেশের দারুণ ‘সুনাম’ আছে। অতীতেও বহুবার এইরকম পরিস্থিতিতে পড়তে হয়েছে। বাংলাদেশ ক্রিকেট যে বিন্দুমাত্র বদলায়নি তার ইঙ্গিত পাওয়া গেল আফগানিস্তানের বিরুদ্ধে একদিনে সিরিজের প্রথম ম্যাচেই। ২৩৫ রান তাড়া করতে নেমে একসময় ২ উইকেটে ১২০ রান তুলেছিল বাংলাদেশ। সেখান থেকে ১৪৩ রানে শেষ। চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতায় আফগানিস্তানের কাছে প্রথম একদিনের ম্যাচে হার ৯২ রানে।
টস জিতে প্রথমে ব্যাটিং করার নিয়েছিলেন আফগান অধিনায়ক শাহীদি। পরিকল্পনা ছিল শারজার ব্যাটিং সহায়ক উইকেটে বড় রান তুলে বাংলাদেশকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া। যদিও বাংলাদেশ বোলারদের দাপটে খুব বড় রানের লক্ষ্যে পৌঁছতে পারেনি। ৩৫ রানের মধ্যে আফগানিস্তানের প্রথম সারির ৪ ব্যাটারকে সাজঘরে পাঠিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। রহমানুল্লাহ গুরবাজকে (৫) তুলে নিয়ে আফগানিস্তানকে প্রথম ধাক্কা দিয়েছিলেন তাসকিন আহমেদ। এরপর জ্বলে ওঠেন মোস্তাফিজুর রহমান। তিনি ফেরান রহমত শাহ (২) আজমাতুল্লাহ (০) ও সাদিকুল্লাহ আতালকে (২১)। এরপর গুলবাদিন নাঈমকে (২২) তুলে নেন তাসকিন আহমেদ। ২০ ওভারের মধ্যে ৭১ রানে ৫ উইকেট হারায় আফগানিস্তান।
এরপর বিপর্যয় সামলে দলকে এগিয়ে নিয়ে যান হাসমতুল্লাহ শাহীদি ও মহম্মদ নবি। ষষ্ঠ উইকেটের জুটিতে দুজনে তোলেন ১০৪ রান। ১৭৫ রানের মাথায় আউট হন শাহীদি। ৯২ বলে ৫২ রান করে তিনিও মোস্তাফিজুরের শিকার। রশিদ খান (১০) রান পাননি। ৪৮তম ওভারের তৃতীয় বলে আউট হন মহম্মদ নবি। ৭৯ বলে তিনি করেন ৮৪। শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে ২৩৫ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। তাসকিন আমেদ ৫৩ রানে ও মোস্তাফিজুর রহমান ৫৮ রানে ৪টি করে উইকেট নেন।
ব্যাট করতে নেমে বাংলাদেশ চতুর্থ ওভারেই তানজিদ হাসানের (৩) উইকেট হারায়। দলীয় ৬৫ রানের মাথায় আউট হন সৌম্য সরকার (৩৩) এরপর বাংলাদেশকে ভালই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত ও মেহেদী হাসান মিরাজ। ১২০ রানের মাথায় আউট হন নাজমুল হাসান (৬৮ বলে ৪৭)। ১৩২ রানের মাথায় ফেরেন মেহেদী হাসান মিরাজ (৫১ বলে ২৮)। এরপরই ধস নামে বাংলাদেশ ইনিংসে। ৩৪.৩ ওভারে ১৪৩ রানে গুটিয়ে যায়। বাংলাদেশ শেষ ৭ উইকেট হারায় মাত্র ২৩ রানে। বাংলাদেশ ইনিংসে ধস নামান আল্লাহ গজনফার। দুরন্ত বোলিং করে ২৬ রানে ৬ উইকেট তুলে নেন আফগানিস্তানের এই বোলার।
❤ Support Us