Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ১১, ২০২৪

আবার বৃষ্টি, ঐতিহাসিক আফগানিস্তান ও নিউজিল্যান্ডের একমাত্র টেস্টের তৃতীয় দিনের খেলাও বাতিল

আরম্ভ ওয়েব ডেস্ক
আবার বৃষ্টি, ঐতিহাসিক আফগানিস্তান ও নিউজিল্যান্ডের একমাত্র টেস্টের তৃতীয় দিনের খেলাও বাতিল

গ্রেটার নয়ডার বিজয় সিং পাঠক স্পোর্টস কমপ্লেক্সে ঐতিহাসিক আফগানিস্তান ও নিউজিল্যান্ডের একমাত্র টেস্টে প্রতিদিনই রচিত হয়ে চলেছে নতুন গল্প। উঠে আসছে একের পর বিতর্ক। সামান্য বৃষ্টি সত্ত্বেও টেস্টের প্রথম দু’‌দিন রোদ থাকলেও একবলও খেলা হয়নি। মাঠ শুকিয়ে খেলার উপযোগী করতে তুলতে পারেননি মাঠকর্মীরা। এমনকী, টস পর্যন্ত হয়নি।
মঙ্গলবার ঝকঝকে রোদ থাকার পর আশা করা গিয়েছিল, বুধবার হয়তো খেলা শুরু হবে। সে সম্ভাবনাতেও জলাঞ্জলি। এদিন ভারতীয় সময় সকাল ৯ টায় টস হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে টস হতে বিলম্ব হয়। খেলা শুরুর নির্ধারিত সময়ের ১৮ মিনিট আগে সকাল ৯ টা ১২ মিনিটে ঘোষণা করা হয় যে তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত। যদিও এই স্টেডিয়ামে জল নিষ্কাশনের বিষয়টি ইতিমধ্যেই প্রশ্নের মুখে পড়েছিল। তৃতীয় দিন সকালে বৃষ্টি হওয়ায় মাঠের পরিস্থিতি দ্বিতীয় দিনের চেয়ে খারাপ হয়ে গিয়েছিল। তাই বৃষ্টি থেমে গেলেও ম্যাচ শুরু করা কার্যত অসম্ভব ছিল।
প্রশ্ন উঠতে শুরু করেছে ভেন্যু নির্বাচন নিয়ে। নয়ডার বিজয় সিং পাঠক স্পোর্টস কমপ্লেক্সের জল নিষ্কাশন ব্যবস্থা খুবই জঘন্য। সুপার সপার নেই। মাঠ ঢাকা দেওয়ারও ব্যবস্থাও নেই। পরিকাঠামো খুবই দুর্বল। এইরকম ভেনুতে টেস্ট ম্যাচ আয়োজন করাটাই মূর্খামির পরিচয়। টেস্টের আগের দিন বৃষ্টি হলেও দু’‌দিন ধরে মাঠ খেলার উপযুক্ত করে তুলতে পারেনি। উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার কাছ থেকে সুপার সপার নিয়ে আসা হয়েছিল। বড় বড় ইলেকট্রিক স্ট্যান্ড ফ্যানও চালানো হয়। তাতেও কোনও কাজ হয়নি। তৃতীয় দিন সকালের বৃষ্টি যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ করে দেয়।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজের আয়োজক আফগানিস্তান। ম্যাচটা আয়োজনের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে তিনটি ভেন্যু দেওয়া হয়েছিল। আফগান ক্রিকেট বোর্ড গ্রেটার নয়ডাকে বেছে নেয়। এই রকম সিদ্ধান্ত নেওয়ার জন্য এখন অনুশোচনা করছে আফগানরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!