Advertisement
  • ভা | ই | রা | ল
  • ডিসেম্বর ১৭, ২০২২

বিশ বছরে বিশ্বরেকর্ড ইরানের খুদের

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ বছরে বিশ্বরেকর্ড ইরানের খুদের

মাত্র ২০ বছর বয়সেই গিনেস বুকে নাম উঠল ইরানের এক তরুণের। বিশ্বের সবথেকে খর্বাকৃতি মানুষ হওয়ার জন্য তাকে স্বীকৃতি জানাল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস।

মঙ্গলবার ইরানের আফসিন গ্যাদারজাদেহ নামে এক তরুণকে গিনেস বুক তাদের দুবাইয়ের অফিসে ডেকে পাঠায়। সেখানে তার তিন বার উচ্চতা পরিমাপ করা হয়। প্রত্যেক বারেই তার উচ্চতা পরিমাপ করলে দেখাযায় যে তার উচ্চতা ২ফুট ১.৬ ইঞ্চি । যা আগের যিনি সবথেকে খর্বাকৃতি মানুষ ছিলেন তার থেকে ৭ ইঞ্চি কম। আগে এই রেকর্ড ছিল আফ্রিকার নিনো হার্ণান্দেজের দখলে। যার উচ্চতা ছিল ২ ফুট ৭ ইঞ্চি।

গিনেস বুক সূত্রে খবর ইরানের, পশ্চিম আজারবাইজান প্রদেশের এক প্রত্যন্ত গ্রামে তারা আফসিনের খোঁজ পায়। পার্সি ও কুর্দিশ দুই ভাষাতেই স্বচ্ছন্দ আফসিন সম্পর্কে জানা যাচ্ছে যে আফসিন জন্ম থেকেই খুব দুর্বল প্রকৃতির। জন্মের সময় তার ওজন ছিল ৭০০ গ্রাম। এখন বড় হওয়ার পরও তার ওজন মাত্র ৬.৫ কেজি।

খর্বাকৃতি হওয়ার জন্য ও শারীরিক দুর্বলতার কারণে তার পড়াশোনা বেশি দূর এগোয়নি। বস্তুত তার শরীর তার আশেপাশের ছেলেদের থেকে একেবারেই ভিন্ন প্রকৃতির হওয়ায় কেউ তার সাথে খুব ভালভাবে মেলামেশা করে না। তাই স্কুলে সে আর যেতে পারেনি। চিকিৎসার জন্য এত বেশি খরচ হয় যে তার পড়াশোনার জন্য বেশি সময় ব্যয় করতে পারে না তার পরিবার। যার নেতিবাচক প্রভাব পড়েছে তার শিক্ষায়। পরাশোনা তাই বন্ধ। কিন্তু অন্য কোনো মানসিক সমস্যা তার নেই বলেই জানান তার মা। আফসিনের খর্বাকৃতি শরীর তার উপার্জনের রাস্তা বন্ধ করে দিয়েছে। সে তার বাবার নির্মাণ কাজের পেশায় সুস্থ সবল হলে যোগ দিতে পারত কিন্তু তা সম্ভব হয়নি তার শারীরিক দুর্বলতার জন্য।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!