Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১৬, ২০২৪

৪ মাস পর দুর্দান্ত প্রত্যাবর্তন সিন্ধুর, এশিয়ান মহিলা ব্যাডমিন্টনে ইতিহাস ভারতের

আরম্ভ ওয়েব ডেস্ক
৪ মাস পর দুর্দান্ত প্রত্যাবর্তন সিন্ধুর, এশিয়ান মহিলা ব্যাডমিন্টনে ইতিহাস ভারতের

গত বছর অক্টোবরের ফ্রেঞ্চ ওপেনে হাঁটুতে চোট পেয়েছিলেন। দীর্ঘদিন মাঠের বাইরে কাটাতে হয়েছিল। চোট সারিয়ে চার মাস পর কোর্টে ফিরে দুরন্ত ছন্দে ভারতীয় মহিলা ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। তাঁর দুরন্ত পারফরমেন্সের সুবাদে এশিয়ান ব্যাডমিন্টনে প্রথমবারের মতো পদক নিশ্চিত করল ভারতীয় মহিলা দল। কোয়ার্টাৱ ফাইনা‌লে হংকংকে ৩-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল ভারত। একই সঙ্গে ইতিহাসের পাতায় জায়গা করে নিল পিভি সিন্ধুর নেতৃত্বাধীন ভারতীয় দল।

চোট সরিয়ে ফিরে কোর্টে কতটা ছন্দে দেখা যাবে সিন্ধুকে, এই নিয়ে জল্পনা ছিল। আশঙ্কা উড়িয়ে পুরনো ঝলক দেখালেন সিন্ধু। কোয়ার্টাৱ ফাইনালে হংকংয়ের বিরুদ্ধে প্রথম রাউন্ডে নিজেই খেলতে চেয়েছিলেন। প্রতিপক্ষ ছিলেন লো সিন ইয়ান। প্রথম গেমে ইয়ানকে দাঁড়াতেই দেননি। ২১-৭ ব্যবধানে জিতে নেন। দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়ান ইয়ান। দুর্দান্ত লড়াই করে ২১-১৬ ব্যবধানে জেতেন। তৃতীয় গেমে ২১-১২ জিতে ভারতকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন সিন্ধু।

সিন্ধুর এই পারফরমেন্স মনোবল বাড়িয়ে দেয় ভারতীয় দলের। এরপর ডাবলসে

তানিশা কাস্ত্রো এবং অশ্বিনী পোনাপ্পা জুটি পুই লং এবং ইয়ান এন তিং জুটিকে ২১-১০, ২১-১৪ ব্যবধানে হারিয়ে ভারতের লিড বাড়িয়ে দেয়। ভারতের হয়ে দ্বিতীয় সিঙ্গলসে খেলতে নামেন অস্মিতা চালিহা। ২১-১২, ২১-১৩ ব্যবধানে সুম ইয়ে ইউইংকে হারিয়ে ভারতের শেষ চারে খেলা নিশ্চিত করেন। গ্রুপ লিগের শেষ ম্যাচে চিনকে ৩-২ ফলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ভারত। সেমিফাইনালে চিনের মুখোমুখি হতে পারে ভারত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!