Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মে ৫, ২০২৩

মমতার প্রস্তাবে নীতিশের সাড়া। পাটনায় বিজেপি বিরোধী বৃহত্তর জোটের বৈঠক ১৮ মে

নীতীশ কুমার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে দেখা করতে চলেছেন, পাটনায় বিরোধী দলগুলির বৈঠকে এই দুই রাজ্যের মুখ্যমন্ত্রীও অংশ নিতে পারেন

আরম্ভ ওয়েব ডেস্ক
মমতার প্রস্তাবে নীতিশের সাড়া। পাটনায় বিজেপি বিরোধী বৃহত্তর জোটের বৈঠক ১৮ মে

দেশ ব্যাপী বিজেপি বিরোধী জোটের আওয়াজ তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আবার এই আওয়াজ বাস্তবে রূপ নিতে চলেছে। কর্ণাটক বিধানসভা নির্বাচনের পর মে মাসের তৃতীয় সপ্তাহে পাটনায় এই জোটের বৈঠক হতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে। সম্ভাব্য বিজেপি বিরোধী জোটের এই বৈঠকের তারিখ হতে পারে ১৭ কিংবা ১৮ মে।

আগেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সঙ্গে দেশব্যাপী বিজেপি বিরোধী জোট নিয়ে একপ্রস্থ বৈঠক করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তারপর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে তেজস্বী যাদবকে নিয়ে এসে বৈঠক করে জোটের বার্তা দিয়ে গেছেন। তার পর অখিলেশ যাদবের সঙ্গেও নীতিশ কুমার এই বিজেপি বিরোধী জোট নিয়ে বৈঠক করেছেন। যা খবর পাওয়া যাচ্ছে তাতে পাটনার এই বিজেপি বিরোধী জোটের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টি (এসপি) প্রধান অখিলেশ যাদব, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বা তাঁর প্রতিনিধি, বাম নেতা সীতারাম ইয়েচুরি এবং ডি রাজা এই বৈঠকে থাকবেন বলে জানা যাচ্ছে। উদ্ধব ঠাকরে এই বৈঠকে তাহবেন বলে জানিয়েছেন। আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে বাম-ডান সব শক্তিই যে এক সঙ্গে বিজেপির বিরুদ্ধে  একত্রিত হতে চলেছে এই বৈঠক তার অভ্যাস দিচ্ছে। শিবসেনা (ইউবিটি) সুপ্রিমো উদ্ধব ঠাকরের সঙ্গে গত বৃহস্পতিবার বিহার বিধান পরিষদের চেয়ারম্যান এবং জেডি(ইউ) নেতা দেবেশ চন্দ্রের  মুম্বাইয়ে সাক্ষাৎ হয়েছে। সম্প্রতি শরদ পাওয়ার এনসিপির প্রধান পদ থেকে সরে তাঁর কন্যাকে দলের দায়িত্ব দিয়েছেন। এই আবহেই বিজেপি বিরোধী মহাজোটের বৈঠক হতে চলেছে পাটনায়, যার মূল কারিগর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্র মারফত আরও জানা যাচ্ছে,, নীতীশ কুমার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে দেখা করতে চলেছেন, পাটনায় বিরোধী দলগুলির বৈঠকে এই দুই রাজ্যের মুখ্যমন্ত্রীও অংশ নিতে পারেন। এই বৈঠক থেকে বিরোধী ঐক্যের সঠিক রূপরেখা তৈরী হলে সেটা বিজেপির কাছে ২০২৪-এর লোকসভা নির্বাচনের মুখে একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে বলে রাজনৈতিক মহলের মত। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের অন্য একটি অংশের মোতে বিরোধী জোট এর আগেও হয়েছে। সেই জোট বিজেপিকে তেমন ভাবে ধাক্কা দিতে পারেনি। তবে জাতীয় রাজনীতির ৬০ শতাংশ শক্তি রয়েছে বিরোধীদের হাতে। ৪০ শতাংশ শক্তি নিয়ে বিরোধীদের বিভক্ত করে বিজেপি জোট সরকার চালাচ্ছে। তাই এবার রাজনীতির এই পাটিগণিতের হিসেবটা যদি বিরোধীরা জোটের ঐক্যের মধ্যদিয়ে সঠিক ভাবে তুলে ধরতে পারে তাহলে ভারতের কুর্শি থেকে বিজেপিকে সরাতে এই বিরোধী জোট সক্ষম হবে। তবে সেটা কতটা বাস্তব রূপ পায় সেটাই দেখার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!