Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২২, ২০২৩

দুবরাজপুরে মারাত্মক বিস্ফোরণ, উড়ে গেল তৃণমূল কর্মীর বাড়ি, এলাকায় ব্যাপক আতঙ্ক। অভিযোগ বাড়িতেই মজুত ছিল বিস্ফোরক

আরম্ভ ওয়েব ডেস্ক
দুবরাজপুরে মারাত্মক বিস্ফোরণ, উড়ে গেল তৃণমূল কর্মীর বাড়ি, এলাকায় ব্যাপক আতঙ্ক। অভিযোগ বাড়িতেই মজুত ছিল বিস্ফোরক

এগরা ও বজবজ নিয়ে তদন্ত চলাকালেই বিস্ফোরণে কেঁপে উঠল বীরভূমের দুবরাজপুর। দুর্ঘটনায় এক তৃণমূল কর্মীর বাড়ির চালের খানিকটা উড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে আশেপাশের কয়েকটি বাড়ি। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে মজুত বোমা থেকেই এ বিপত্তি ঘটেছে। পুলিশের তরফ থেকে অবশ্য কোনো কিছু জানান হয়নি।

সোমবার দুপুর আড়াইটে নাগাদ দুবরাজপুরের পঞ্চায়েতের ঘোড়াপাড়া  তীব্র বিস্ফোরণে কেঁপে।  উড়ে যায়  তৃণমূলকর্মী শেখ সফিকের বাড়ির চালের একাংশ । স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,   সফিক পেশায় চাষি।  দীর্ঘদিন ধরেই  তৃণমূলের সঙ্গে  যুক্ত।  দুর্ঘটনার কিছুক্ষণ পরই  দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। বাড়ির লোকেদের জিজ্ঞাসাবাদ চলছে। এখনও বিশেষ কোনো সূত্র মেলেনি।

সংবাদ সংস্থার খবর, সফিকের বাড়ির সিঁড়ির নীচে কমপক্ষে ৪০ থেকে ৫০টি বোমা মজুত ছিল । তা  থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক কী কারণে ঘটনা ঘটল তা খতিয়ে দেখেছে পুলিশ। তবে,  এই বিস্ফোরণে কোনও প্রাণহানি বা আহত হওয়ার খবর এখনও পাওয়া যায়নি। একের পর এক বিস্ফোরণের ঘটনায়  প্রশ্নের মুখে রাজ্যের আইন-শৃঙ্খলা। দুবরাজপুরের ঘটনায় সরকারের অস্বস্তি আরও বাড়ল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!