- দে । শ
- মার্চ ১৫, ২০২৩
ইমরানের অভিযোগ, পুলিশের গ্রেফতার অভিযান নিছকই নাটক ! আমাকে হত্যার ছক কষছে ওরা। ২৪ ঘন্টা পরে কোর্টের নির্দেশে রণে ভঙ্গ দিল পাক পুলিশ

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা নিয়ে নাটক অব্যাহত। মঙ্গলবার ইমরান খানকে গ্রেপ্তার করতে গেলে তাঁর বাড়ির সামনে তেহরিক–ই–ইনসাফ দলের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। এই পরিস্থিতিতে ইমরান টুইটারে সমর্থকদের বাড়ি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার তেহরিক–ই–ইনসাফ পার্টির সমর্থকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এই সংঘর্ষে প্রায় ৩৩ জন পুলিশ কর্মী আহত হন। ঘটনাস্থল থেকে বেশ কিছু পিটিআই সমর্থককে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার রাতভর ইমরান খানের বাসভবনের সামনে তেহরিক–ই–ইনসাফ সমর্থকদের সঙ্গে পুলিশের খন্ডযুদ্ধ চলে। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ছোঁড়ে। সমর্থকরাও পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছুঁড়তে থাকে।
বুধবার পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। লাহোর পুলিশের সঙ্গে পাঞ্জাব রেঞ্জার্সের একটি দল ইমরান খানের জার্মান পার্কের বাসভবনে পৌঁছয়। কিন্তু ইমরান খানের বাড়ির সামনে সমবেত হওয়া তেহরিক–ই–ইনসাফ কর্মীদের ছত্রভঙ্গ করতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। দফায় দফায় পুলিশের সঙ্গে তেহরিক–ই–ইনসাফ সমর্থকদের সংঘর্ষ বাঁধে। ইমরান খানের অভিযোগ, পুলিশ তাঁর বাসভবন লক্ষ্য করে গুলি চালিয়েছে।
এদিকে পুলিশের এই গ্রেপ্তারের ঘটনাকে নিছক নাটক বলে অভিহিত করেছেন ইমরান খান। তিনি টুইটারে এক ভিডিও বার্তায় বলেছেন, ‘পাকিস্তান পুলিশের এই গ্রেপ্তারের দাবিটা নিছক নাটক। ওদের আসল উদ্দেশ্য ছিল আমাকে অপহরণ করা এবং হত্যা করা। পুলিশ টিয়ার গ্যাস, জল কামান থেকে শুরু করে রাবার বুলেট, এমনকি লাইভ বুলেটও আমাদের সমর্থকদের উদ্দেশ্যে ব্যবহার করেছে। পুলিশ মনে করছে আমাকে গ্রেপ্তার করলে এই জাতি ঘুমিয়ে থাকবে।’
দলের সমর্থকদের উদ্দেশ্যে ইমরান আরও বলেন, ‘অধিকার এবং স্বাধীনতার জন্য প্রত্যেকের উচিত বাড়ি থেকে বেরিয়ে আসা। আমি যদি জেলে যাই কিংবা আমাকে যদি হত্যা করা হয়, তাহলে আমাকে ছাড়াই আপনাদের লড়াই চালিয়ে যেতে হবে। এই চোরদের দাসত্ব আপনারা মেনে নেবেন না।’
অভিযানের ২৪ ঘন্টাপর অবশেষে রণে ভঙ্গ দিল পাক পুলিশ।বুধবার দুপুরে ইসলাবাদের আদালত আপাতত জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানার নির্দেশে স্থগিতাদেশ আনে। কোর্টের নির্দেশে খুশি পিটিআই সমর্থকরা
❤ Support Us