Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ২৭, ২০২৩

বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে তামিমের বোমা:‌ নোংরামির মধ্যে থাকতে চাইনি

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে তামিমের বোমা:‌ নোংরামির মধ্যে থাকতে চাইনি

মঙ্গলবার রাতে বিশ্বকাপের জন্য ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ। বিশ্বকাপ দলে সুযোগ পাননি তামিম ইকবাল। তিনি নাকি ফিট নন, এই কারনেই তামিমকে দলে রাখা হয়নি। দলে সুযোগ না পেয়ে বোমা ফাটিয়েছেন বাংলাদেশের এই ওপেনার। ‌সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় ক্ষোভ উগরে দিয়েছেন তামিম।
বিশ্বকাপ খেলতে সাকিব আল হাসানরা দেশ ছাড়ার পরই সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও পোস্ট করেন তামিম। সেই ভিডিওতে তামিম বলেন, ‘শেষ কয়েক দিনে বিভিন্ন সংবাদ মাধ্যমে যা যা লেখা হয়েছে আর আসলে যা ঘটছে—ইট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। আমি নোংরামির শিকার। আমি যে জিনিসটা ঘটছে, পুরো ঘটনা একের পর এক জানাচ্ছি। কারণ, আমার কাছে মনে হয়, আমার যারা ফ্যান এবং বাংলাদেশের ক্রিকেট লাভার, তাদের জানা উচিত।‌ সবাই জানেন, আমি অবসর নিয়েছিলাম। আমার অবসর নেওয়ার কারণ ছিল। প্রধানমন্ত্রীর অনুরোধে অবসর ভেঙে ফিরে আসি। এরপর ২ মাস ধরে প্রচণ্ড পরিশ্রম করেছি ফিট হওয়ার জন্য।’‌
তামিম আরও বলেন, ‘‌প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৪ ওভার ফিল্ডিং করি, ব্যাট করতে হয়নি। দ্বিতীয় ম্যাচে ৪৪ রান করি। যেভাবে ব্যাট করি তাতে আমি সন্তুষ্ট ছিলাম। বিশ্বকাপের আগে কেমন ব্যাট করছি সেটা দেখে নেওয়া জরুরি ছিল। অনেক দিন বাদে ফিরলে শরীরে কিছু ব্যথা ছিল, সেটা ফিজিওকে জানাই। ফিজিও রিপোর্ট বা মেডিক্যাল টিমের আপত্তি নিয়ে যা সংবাদমাধ্যমে বলা হয়েছে তা ঠিক নয়। দুটি ম্যাচের পরেই ফিজিওকে শরীরে ব্যাথার ধরন নিয়ে জানিয়েছিলাম। তিন নির্বাচককেও জানিয়েছিলাম।  তবে কোনও সময়ই কাউকে বলিনি বিশ্বকাপে পাঁচটির বেশি ম্যাচ খেলব না। এটা মিথ্যে কথা, ভুল তথ্য।’‌ ফিজিওর রিপোর্ট নিয়ে কেউ চ্যালেঞ্জ করলে তাঁকে স্বাগত জানিয়েছেন তামিম। নিজের ফিটনেস নিয়েও সন্তুষ্ট তিনি।
তামিম দাবি করেছেন, তাঁকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে বিশ্রাম নিতে বলা হয়েছিল। শুধু তাই নয়, ভারতে গিয়ে প্রস্তুতি ম্যাচেও বিশ্রামের প্রস্তাব দেওয়া হয়েছিল তামিমকে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‌নিউজিল্যান্ড ম্যাচের পাশাপাশি আমাকে ভারতে গিয়ে প্রথম প্রস্তুতি ম্যাচেও বিশ্রাম নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি রাজি হয়েছিলাম। ১০ সপ্তাহের রিহ্যাবের মেয়াদ পূর্ণ হয়ে যাবে ভেবে। তাছাড়া যে কেউ তো দুটি ম্যাচের পর চোট পেতেই পারে। তাঁকে দেশে পাঠিয়ে বিকল্প নেওয়ার পথও তো খোলা। আমি তো সব ম্যাচেই খেলতেও পারতাম।’‌
এরপরই চাঞ্চল্যকর দাবি করেছেন তামিম। তিনি বলেন, ‘‌বোর্ডের এক শীর্ষকর্তা আমাকে ফোন করে পরামর্শ দিয়েছিলেন, আফগানিস্তান ম্যাচে না খেলার। কিন্তু আমি তাঁকে জানাই, আমার খেলতে অসুবিধা নেই। এরপরই ওই শীর্ষকর্তা প্রস্তাব দেন, খেললে নীচের দিকে ব্যাট করতে হবে। আমি তাঁর সেই প্রস্তাব মানতে পারিনি। কারণ, আমি কোনওদিন তিন বা চার নম্বরে ব্যাট করিনি। প্রতি পদে আমাকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমি ওই বোর্ড কর্তাকে বলে দিই, উদ্দেশ্যপ্রণোদিতভাবে নোংরামির শিকার হতে চাই না। তাতে আমাকে দলে না রাখলে রাখার দরকার নেই। নীচে ব্যাট করব না, যা কখনও করিনি।’‌ দলে না থাকলেও ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়েছেন তামিম।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!