Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ২৮, ২০২৩

আগস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ খেলতে যাবে ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
আগস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ খেলতে যাবে ভারত

২০২৪ সালে অনুষ্ঠিত হবে টি২০ বিশ্বকাপ। একবছর আগে থেকেই দল তৈরির দিকে মনোযোগ ভারতীয় ক্রিকেট বোর্ডের। জুলাইয়ে ক্যারিবিয়ান সফর শেষে আগস্টের মাঝমাঝি আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ খেলতে যাবে ভারতীয় দল। খেলবে তিনটি টি–টোয়েন্টি ম্যাচ। ১৮ আগস্ট থেকে শুরু হবে এই সিরিজ।

মঙ্গলবারই এই সিরিজ চূড়ান্ত হয়েছে। ডাবলিনের কাছে মালাহাইডে এই টি–টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। ১৮ আগস্ট প্রথম ম্যাচে মাঠে নামবেন হার্দিক পান্ডিয়ারা। ২০ আগস্ট দ্বিতীয় ম্যাচ এবং ২৩ আগস্ট সিরিজের শেষ ম্যাচ। এক বছরের মধ্যে দ্বিতীয় বার আয়ারল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় দল। গত বছর হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে দ্বিতীয় সারির দল গিয়েছিল। এবছরও দ্বিতীয় সারির দলই আয়ারল্যান্ডে পাঠাবে ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিত শর্মা, বিরাট কোহলির মতো সিনিয়রদের বিশ্রাম দেওয়া হবে। নেতৃত্বে অবশ্য হার্দিক পান্ডিয়াই থাকবেন। ২০২৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এখন থেকেই দল তৈরি করে নিতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড।
ভারত দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজি হওয়ায় খুশি আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ ওয়ারেন ডিউট্রম বলেছেন, ‘‌এক বছরের মধ্যে ভারত দ্বিতীয়বার আয়ারল্যান্ড সফরে আসছে। দ্বিপাক্ষিক সিরিজের আমন্ত্রণ গ্রহন করায় আমরা খুশি।’‌ ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘‌ব্যস্ত ক্রীড়াসূচির মধ্যেও ভারত আয়ারল্যান্ড সফরে আসার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!