Advertisement
  • এই মুহূর্তে স | হ | জ | পা | ঠ
  • মে ৩০, ২০২৪

শ্রীহরিকোঠায় ব্যক্তিগত লঞ্চপ্যাড থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হল অগ্নিবান SoRTed

আরম্ভ ওয়েব ডেস্ক
শ্রীহরিকোঠায় ব্যক্তিগত লঞ্চপ্যাড থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হল অগ্নিবান SoRTed

সফল ভাবে উৎক্ষেপণ করা হল অগ্নিবান SoRTed। আজ সকালে শ্রীহরিকোঠার উৎক্ষেপণ কেন্দ্র থেকে অগ্নিবান SoRTed উৎক্ষেপণ করা হয়। এমনই জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এই উৎক্ষেপণ ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে বড় মাইলফলক বলে অভিহিত করা হয়েছে। ইসরোর পক্ষ থেকে মিশনের সফল উৎক্ষেপণের জন্য  অগ্নিকুল কসমসকে অভিনন্দন জানানো হয়েছে।

এই স্পেস স্টার্টআপ অগ্নিবান SoRTed একটা একক পর্যায়ের লঞ্চ ভেইকেল যা একটা সেমি ক্রায়োজেনিক 3D-প্রিন্টেড ইঞ্জিন দ্বারা চালিত। এই ধরনের ইঞ্জিন বিশ্বের প্রথম। SoRTed এর অর্থ হল সাবঅরবিটাল টেকনোলজিক্যাল ডেমনস্ট্রেটর, যা একটা একক পর্যায়ে রকেট, একটা আধা ক্রায়োজেনিক ইঞ্জিন দ্বারা চালিত। অগ্নিবান রকেট ৩০০ কেজি পর্যন্ত ৭০০ কিলোমিটার উচ্চ কক্ষপথে বহন করতে পারে। অগ্নিবান নিম্ন এবং উচ্চ উভয় প্রবণতার কক্ষপথে প্রবেশ করতে পারে।

প্রায় দুই মিনিট থাই এই মিশনটি দেশীয় মহাকাশ প্রযুক্তির উন্নয়নে বড় সাফল্য হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রাথমিকভাবে ৭ এপ্রিল উৎক্ষেপণের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু SoRTed মিশনের জন্য উৎক্ষেপণ প্রযুক্তিগত ত্রুটির কারণে তা স্থগিত করা হয়। অবশেষে আজ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে অবস্থিত ভারতের প্রথম ব্যক্তিগত লঞ্চ প্যাড থেকে এটি উৎক্ষেপণ করা হয়। অগ্নিকুল কসমস প্রাইভেট লিমিটেড হল আইআইটি মাদ্রাজ, চেন্নাইয়ের ন্যাশনাল সেন্টার ফর কম্বশন ভিত্তিক একটি ভারতীয় মহাকাশ প্রস্তুতকারক সংস্থা। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর অগ্নিবানের সফল উৎক্ষেপনের জন্য অগ্নিকুল কসমসকে অভিনন্দন জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “অগ্নিকুলের নিজস্ব এবং ভারতের একমাত্র ব্যক্তিগত লঞ্চপ্যাড থেকে অগ্নিবাণের সফল প্রথম উৎক্ষেপণের জন্য অভিনন্দন।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!