Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ২০, ২০২৩

বদ্রীনাথ হাইওয়েতে ফাটল, প্রশ্নের মুখে চারধাম যাত্রা

আরম্ভ ওয়েব ডেস্ক
বদ্রীনাথ হাইওয়েতে ফাটল, প্রশ্নের মুখে চারধাম যাত্রা

যোশীমঠ আতঙ্কের ছায়া এবার বদ্রীনাথে। সংবাদ সংস্থার খবর, ফাটল দেখা দিয়েছে হাইওয়েতে। ফলে, প্রশ্নের মুখে তীর্থযাত্রীদের চারধাম যাত্রা।

শনিবার এ বছরের চার ধাম যাত্রার দিনক্ষণ ঘোষণা করেছিল উত্তরাখণ্ড সরকার। কিন্তু বদ্রীনাথ পৌঁছানোর রাস্তায় ১০ টি বড় বড় ফাটল দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অনেক জায়গায় সড়ক বেশ কিছুটা বসে গিয়েছে । এলাকাবাসীদের পক্ষ থেকে বলা হয়েছে, মারওয়াড়ি এবং যোশীমঠ শহরের মাঝে রয়েছে অধিকাংশ ফাটল। রেলওয়েজ গেস্ট হাউস, স্টেট ব্যাংকের শাখার সামনে , স্থানীয় সেতুর কাছে দেখা দিয়েছে ফাটল। এমতাবস্থায়, তীর্থযাত্রা আগামী দিনে সম্ভব হবে কিনা, তা প্রশ্নের সম্মুখীন।

বদ্রীনাথ গাড়োয়াল হিমালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান। প্রতি বছর বহু পূণ্যার্থীর আগমন ঘটে এ মন্দির শহরে। যাতায়াতে জন্য ব্যবহার হয় যোশীমঠ সংলগ্ন এ সড়কটিতে। ফলে,ফাটল দেখা দিলে বদ্রীনাথ যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে। এ ব্যাপারে ধামি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। যোশীমঠ বাঁচাও সংঘর্ষ সমইতির সদস্যরা জানাচ্ছেন, রাজ্য সরকার বিপর্যয় নিয়ে কোনো বিস্তারিত তথ্য দিচ্ছে না। আগে যেসব জায়গায় ফাটল ধরেছিল তা আরও চওড়া হয়েছে ।   কিন্তু প্রশাসনকে এ ব্যাপারে জানালেও উদাসীন তাঁরা।

প্রসঙ্গত, হাইওয়েতে এমন বিপর্যয় আগেও ঘটেছিল। তখন তাতে দেওয়া হয়েছিল সিমেণ্টের প্রলেপ। কিন্তু রাস্তার সেই সব জায়গাতেও দেখা দিয়েছে ফাটল। এমন পরিস্থিতিতে ভূবিশেষজ্ঞরাও চার ধাম যাত্রা নিয়ে নিজেদের আশঙ্কার কথা জানিয়েছেন। তাঁদের মতে, তীর্থভ্রমণের সময় পুণ্যার্থীরা বহু গাড়ি নিয়ে আসেন। তাঁদের অনুমান, গাড়ির চাকার চাপে সড়ক আরো  বসে যেতে পারে। সরকারকে খুব দ্রুত বিশেষজ্ঞ কমিটি তৈরি করে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!