Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ১৮, ২০২২

আমদাবাদ বিস্ফোরণ মামলায় ৩৮ জনকে ফাঁসির আদেশ, ১১ জনের যাবজ্জীবন ।

আরম্ভ ওয়েব ডেস্ক
আমদাবাদ বিস্ফোরণ মামলায় ৩৮ জনকে ফাঁসির আদেশ, ১১ জনের যাবজ্জীবন ।

আমদাবাদ বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্তদের ৩৮ জনকে ফাঁসির সাজা ঘোষণা করল আদালত৷ আহমেদাবাদের একটি বিশেষ আদালত এ শাস্তি ঘোষণা করেছে৷ অভিযুক্ত বাকিদের ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দিয়েছে৷ একসঙ্গে এতজনের মৃত্যুদণ্ড ভারতে এই প্রথম ।

২০০৮ সালের ২৬ জুলাই পরপর বিস্ফোরণ ঘটে আমদাবাদে । ৭০ মিনিটে ২১বার বিস্ফোরণ হয়েছিল । ওই ঘটনায় ৫৬ জনের মৃত্যু হয় । আহত হন ২৪০ । অভিযোগ ২০০২ সালের গুজরাত দাঙ্গার বদলা নিতেই নাকি ওই হামলা চালানো হয় । আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় , আবার হামলা চালায় দুষ্কূতীরা। নরেন্দ্র মোদী তখন গুজরাতের মুখ্যমন্ত্রী, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী।

তদন্তে জানা গিয়েছিল, হামলায় ব্যবহৃত বোমা তৈরি করেছিল ইন্ডিয়ান মুজাহিদিনের আজমগড় মডিউল। আমদাবাদে হামলার আগে সুরাতে এই আইইডিগুলো রাখা হয়েছিল। এর পেছনে ছিল রিয়াজ ও ইকবাল ভাটকলের গ্রুপ। কর্নাটকের জিহাদি গ্রুপের হাতও এ হামলার সঙ্গে জড়িত ছিল । ভুয়ো রেজিস্ট্রেশনযুক্ত একটি গাড়ি এবং সংবাদপত্রে মোড়া আইইডি দেখেই ওই ঘটনায় বরোদা যোগের সন্ধান পান তদন্তকারীদল। সংবাদপত্রটি বরোদা থেকে প্রকাশিত। বরোদায় তদন্তের পর কয়েকজনকে গ্রেফতার করে পুলিস। আজমগড়, দিল্লি, মুম্বইতেও তল্লাশি চলিয়েও রহস্যময় মডিউলের সন্ধান মেলে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!