Advertisement
  • এই মুহূর্তে ভা | ই | রা | ল
  • নভেম্বর ৬, ২০২৩

রশ্মিকার ভাইরাল ডিপফেক ভিডিও। কী বললেন বিগ বি ?

আরম্ভ ওয়েব ডেস্ক
রশ্মিকার ভাইরাল ডিপফেক ভিডিও। কী বললেন বিগ বি ?

“পুষ্প” সিনেমায় অভিনয় করে ভারতীয় বিনোদন জগতে সারা ফেলে দিয়েছিলেন রশ্মিকা মন্দানা। “পুষ্প” ছবির সাফল্যের পরই  “অ্যানিম্যাল” ছবিতে রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করেছেন রশ্মিকা। “অ্যানিম্যাল” ছবির টিজার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এসেছে এবং রশ্মিকার ভক্তরা রশ্মিকার অভিনয়ে এতটাই আবেগাপ্লুত হয়েছে এখন সেই সিনেমা রিলিজের অপেক্ষায় তারা। এই নায়িকাকে নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় চর্চার অন্ত নেই, তখনই রশ্মিকাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এসেছে একটি বিকৃত ভিডিও। এর ফলে “অ্যানিম্যাল” মুক্তির আগেই দক্ষিণী অভিনেত্রী কিছুটা বিব্রত। তবে এই দক্ষিণী অভিনেত্রীর হয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন “বিগ-বি” অর্থাৎ অমিতাভ বচ্চন।

‘পুষ্পা’ ছবির পর থেকেই রশ্মিকা মন্দানার ক্রেজ বাড়ছে। সেই দক্ষিণী ছবির পর বলিউডের বিগ বাজেট বহু প্রতীক্ষিত “অ্যানিম্যাল” সিনেমায় অভিনয় করার প্রস্তাবও আসে রশ্মিকার কাছে। “অ্যানিম্যাল” ছবিতে রণবীর কাপুরের বিপরীতে নায়িকার চরিত্রে রয়েছেন এই দক্ষিণী নায়িকা। আপাতত “অ্যানিম্যাল” মুক্তির অপেক্ষায় থাকলেও তার মাঝেই নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে রশ্মিকা মন্দানার এক বিকৃত ভিডিও। সেই প্রেক্ষিতেই এবার সরব হয়েছেন অমিতাভ বচ্চন।

“গুডবাই” ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিনস্পেস শেয়ার করেছেন রশ্মিকা মন্দানা। অভিনেত্রীকে নিয়ে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসার পর অভিনেত্রীর হয়ে এবার আইনি পদক্ষেপের দাবিতে সোচ্চার হয়েছেন অমিতাভ বচ্চন। অমিতাভের দাবি, “এই বিকৃত ভিডিওর নেপথ্যে যে বা যারা রয়েছে,  তার বা তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া উচিত।”

তবে এই ভাইরাল ভিডিওটি যে রশ্মিকার নয় সেটা একটু ভালো করে ভিডিওটি দেখলেই বোঝা যাচ্ছে। তবে ভাইরাল ওই ভিডিওটি দেখে হঠাৎ  দেখলে রশ্মিকা বলে ভুল করতে পারেন যে কেউ। তবে যদি একটু গভীরভাবে খুঁটিয়ে ভিডিওটি দেখা যায়  তাহলেই বোঝা  যাবে প্রযুক্তির কারসাজি করে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। ওই ভিডিও আসলে জারা প্যাটেল নামে একজনের। তার মুখেই রশ্মিকা মন্দানার মুখ বসিয়ে বিকৃত করা হয়েছে। এর সবটাই এডিটিংয়ের কারসাজি। জাতীয়স্তরের এক সাংবাদিক এই ভিডিওটি  সকলের নজরে আনেন এবং জানান যে এখানে দক্ষিণী অভিনেত্রীর মুখ বিকৃত করা হয়েছে। এক্স হ্যান্ডেলে সেই টুইট শেয়ার করেই প্রতিবাদ করেন অমিতাভ বচ্চন। যদিও এই ভিডিও নিয়ে এখনও পর্যন্ত রশ্মিকা নীরবতা ভাঙেননি।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!