Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ৮, ২০২৩

সুপার কাপে কঠিন গ্রুপে ইস্টবেঙ্গল, এটিকে মোহনবাগানের লড়াই সহজ

আরম্ভ ওয়েব ডেস্ক
সুপার কাপে কঠিন গ্রুপে ইস্টবেঙ্গল, এটিকে মোহনবাগানের লড়াই সহজ

এবছর প্রথম সুপার কাপ আয়োজন করছে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন। আর প্রথম বছরেই কঠিন লড়াইয়ের সামনে ইস্টবেঙ্গল। বেশ কঠিন গ্রুপে পড়েছে লালহলুদ। অন্যদিকে, অপেক্ষাকৃত সহজ গ্রুপে এটিকে মোহনবাগান।
আইএসএলের ১১ টি দল এবং আই লিগের ১০টি দলকে নিয়ে সুপার কাপ অনুষ্ঠিত হচ্ছে। আইএসএলের ১১টি দল এবং আই লিগের চ্যাম্পিয়ন দল সরাসরি মূলপর্বে খেলবে আই লিগের দ্বিতীয় থেকে অষ্টম স্থানে থাকা দলগুলি যোগ্যতা অর্জন পর্ব খেলে মূলপর্বে উঠে আসবে। নবম ও দশম স্থানে থাকা দুটি দলের মধ্যে প্লেঅফ ম্যাচ হবে। সেই ম্যাচের জয়ী দল যোগ্যতা অর্জন পর্বে খেলার সুযোগ পাবে।
সুপার কাপের মূলপর্ব মোট ১৬টি দল নিয়ে অনুষ্ঠিত হবে। এই ১৬টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘‌এ’–‌তে রয়েছে কেরালা ব্লাস্টার্স, বেঙ্গালুরু এফসি, আই লিগ চ্যাম্পিয়ন দল রাউন্ডগ্লাস পাঞ্জাব এবং আই লিগের  দ্বিতীয় ও এলিমিনেটর ম্যাচের জয়ী দল। ‘‌বি’‌ গ্রুপে রয়েছে হায়দরাবাদ এফসি, ওডিশা এফসি, ইস্টবেঙ্গল এবং আই লিগের চতুর্থ ও সপ্তম স্থানাধিকারী ম্যাচে জয়ী দল। গ্রুপ ‘‌সি’‌–তে রয়েছে এটিকে মোহনবাগান, জামশেদপুর এফসি, এফসি গোয়া, আই লিগের তৃতীয় ও অষ্টম স্থানাধিকারী ম্যাচের জয়ী দল। আর গ্রুপ ‘‌ডি’‌–তে রয়েছে মুম্বই সিটি এফসি, চেন্নাইন এফসি, নর্থ–ইস্ট ইউনাইটেড এবং আই লিগের পঞ্চম ও ষষ্ঠ স্থানাধিকারী ম্যাচের জয়ী দল।
৩ এপ্রিল আই লিগের দলগুলিকে নিয়ে সুপার কাপের যোগ্যতাঅর্জন পর্ব শুরু হবে। মূলপর্বের খেলা শুরু ৮ এপ্রিল। ৯ এপ্রিল মাঠে নামবে ইস্টবেঙ্গল, প্রতিপক্ষ ওড়িশা এফসি। অন্যদিকে ১০ এপ্রিল যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা দলের বিরুদ্ধে মাঠে নামবে এটিকে মোহনবাগান। গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলের দ্বিতীয় ম্যাচ ১৩ এপ্রিল হায়দরাবাদ এফ সি–র বিরুদ্ধে। আর যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা দলের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের গ্রুপ লিগের শেষ ম্যাচ ১৭ এপ্রিল। অন্যদিকে, এটিকে মোহনবাগান নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে জামশেদপুর এফসির বিরুদ্ধে, ১৪ এপ্রিল। আর ১৮ এপ্রিল গ্রুপ লিগের শেষ ম্যাচে এটিকে মোহনবাগান খেলবে এফসি গোয়ার বিরুদ্ধে।
২১ ও ২২ এপ্রিল দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে খেলবে ‘‌এ’‌ ও ‘‌সি’‌ গ্রুপের শীর্ষে থাকা দল আর। দ্বিতীয় সেমিফাইনালে খেলবে ‘‌বি’‌ ও ‘‌ডি’‌ গ্রুপের শীর্ষে থাকা দুটি দল। ২৫ এপ্রিল ফাইনাল। গোটা প্রতিযোগিতা হবে কেরলের কোঝিকোড় ও মঞ্জেরিতে।


  • Tags:

Read by: 80 views

❤ Support Us
Advertisement
homepage billboard publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!