Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ২৯, ২০২৪

স্টিম্যাকের কাছে ব্যর্থতার জবাব চাইল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক

আরম্ভ ওয়েব ডেস্ক
স্টিম্যাকের কাছে ব্যর্থতার জবাব চাইল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক

জাতীয় কোচের কাছে সরকারের কৈফিয়ত তলব!‌ ভারতীয় ফুটবল ইতিহাসে আগে কখনও এইরকম ঘটনা ঘটেনি। এবার তেমনই ঘটনার স্বাক্ষী থাকল ভারতীয় ফুটবল। সাম্প্রতিককালে ভারতীয় ফুটবল দলের পারফরমেন্স খুবি খারাপ। দুর্বল আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচ হেরে পরের রাউন্ডে যাওয়ার পথ কঠিন করে ফেলেছে। চারিদিকে ভারতীয় ফুটবল দলকে নিয়ে সমালোচনার ঢেউ। এরপরই জাতীয় দলের কোচের কাছে কৈফিয়ত চাইল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের অধীনে থাকে সাই।

মাসে ২৫ লক্ষ টাকা বেতন পান ইগর স্টিম্যাক। ভারতীয় ফুটবল দলের কোচের পুরো বেতন দেয় সাই। নতুন ক্রীড়া নীতি অনুসারে সাইয়ের পূর্ণ অধিকার রয়েছে জবাব চাওয়ার। প্রত্যাশামতো পারফরমেন্স করতে না পারায় ইগরের স্টিম্যাকের বিপুল বেতনের বোঝা বইতে রাজি হয়নি সাই। তাঁকে এখন ছাঁটাই করাও কঠিন। ২০২৬ সাল পর্যন্ত ভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তি রয়েছে ইগর স্টিম্যাকের। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে সরিয়ে দেওয়া হলে পুরো বেতন দিতে হবে।

ভারতীয় ফুটবলপ্রেমীদের প্রত্যাশা ছিল, আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের দিকে আরও একধাপ এগিয়ে যাবে দেশ। সৌদি আরবের আভাতে অ্যাওয়ে ম্যাচে ড্র, ঘরের মাঠে হার। এই প্রথম ঘরের মাঠে আফগানিস্তানের কাছে পরাজয় ভারতের। ফিফা ক্রমতালিকায় ভারতের থেকে ৪১ ধাপ পেছনে থাকা আফগানিস্তানের কাছে পরাজয়ে কেউই খুশি নয়। আফগানিস্তানের কাছে হারের পরই থেকেই স্টিম্যাককে সরানোর দাবি উঠেছে। স্টিম্যাকের কাছে জবাবদিহি চাওয়ার পাশাপাশি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকেও ব্যর্থতার কারণ দর্শাতে বলা হয়েছে। যা পরিস্থিতি, স্টিম্যাকের চাকরি বাঁচানো কঠিন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!