- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ৬, ২০২৪
আগামী মরশুমে ইংল্যান্ডের এফএ কাপের আদলে হবে সুপার কাপ, সিদ্ধান্ত ফেডারেশনের
ভারতীয় ফুটবলে বিদেশি ফুটবলের আদল। ইংল্যান্ডের এফএ কাপের ধাঁচে সুপার কাপ আয়োজন করতে চলেছে ভারতীয় ফুটবল ফেডারেশন। আর ১৫ দিনের প্রতিযোগিতা নয়, ৮ মাস ধরে চলবে সুপার কাপ। এমনই পরিকল্পনা করেছে ফেডারেশন। আইএসএল ও সুপার কাপ একসঙ্গে আয়োজন করা হবে। পাশাপাশি সামনের মরশুম এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
এবছর এএফসি এশিয়ান কাপের জন্য সুপার কাপে জাতীয় দলের ফুটবলারদের খেলাতে পারেনি ক্লাবগুলি। আগামী মরশুমে জাতীয় দলের সঙ্গে ক্লাব ফুটবলের যাতে সংঘাত তৈরি না হয়, সেদিকে মাথায় রেখেই সূচি তৈরি করবে ফেডারেশন। ফেডারেশনের বৈঠকে ঠিক হয়েছে ২০২৪ সালের ১ অক্টেবর সুপার কাপ শুরু হবে। চলবে ২০২৫ সালের ১৫ মে পর্যন্ত। ইংল্যান্ডের এফএ কাপের আদলে এই প্রতিযোগিতা হবে। সুপার কাপের সঙ্গে আইএসএল চললেও এই প্রতিযোগিতার দিনক্ষণ এখনও চূড়ান্ত করা হয়নি।
অন্যান্য বছর আগস্টে ডুরান্ড কাপ দিয়ে ঘরোয়া ফুটবল মরশুম শুরু হয়। সামনের মরশুম এগিয়ে নিয়ে আসা হয়েছে। জুলাইয়ের ২৬ তারিখ থেকে ডুরান্ড কাপ শুরু হবে। চলবে ৩১ আগস্ট পর্যন্ত। আই লিগ শুরু হবে ১৯ অক্টোবর থেকে। চলবে ২০২৫সালের ৩০ এপ্রিল পর্যন্ত। অর্থাৎ সুপার কাপ, আইএসএল এবং আই লিগ একসঙ্গে চলবে। মহিলা প্রিমিয়ার প্রিমিয়ার লিগ শুরু হবে এবছরের ৩০ অক্টোবর থেকে। ২০২৫ সালের ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।
❤ Support Us