- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ২১, ২০২৩
ঘোষিত হল সুপার কাপের সূচি। ১৯ জানু্য়ারি ইস্টবেঙ্গল–মোহনবাগান ডার্বি
সামনের বছরের শুরুতেই আবার ডার্বি। তবে কলকাতায় নয়। এই ইস্টবেঙ্গল–মোহনবাগান ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হবে ওড়িশার ভুবনেশ্বরে। ১৯ জানুয়ারি ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপের গ্রুপ লিগের ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। বুধবার আনুষ্ঠানিকভাবে সুপার কাপের সূচি ঘোষণা করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন।
আগামীবছর ৯ জানুয়ারি শুরু হবে সুপার কাপ। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ ও ২৫ জানুয়ারি। ফাইনাল হবে ২৮ জানুয়ারি। ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’–তে রয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, হায়দরাবাদ এফসি ও আই লিগের ১ নম্বর দল। গ্রুপ ‘বি’–তে কেরালা ব্লাস্টার্স, নর্থইস্ট ইউনাইটেড, জামশেদপুর এফসি ও আই লিগের দ্বিতীয় দল। গ্রুপ ‘সি’–তে রয়েছে মুম্বই সিটি এফসি, চেন্নাইন এফসি, পাঞ্জাব এফসি ও আই লিগের তৃতীয় দল। গ্রুপ ‘ডি’–তে এফসি গোয়া, ওডিশা এফসি, বেঙ্গালুরু এফসি ও যোগ্যতা অর্জনকারী দল।
সুপার কাপে প্রথম দিনেই মাঠে নামবে কলকাতার দুই প্রধান। উদ্বোধনী ম্যাচে হায়দরাবাদ এফসি–র মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। দুপুর ২টোয় এই ম্যাচ অনুষ্ঠিত হবে। ওই দিনই সন্ধে সাড়ে ৭টায় আই লিগ থেকে যোগ্যতাঅর্জনকারী দলের বিরুদ্ধে খেলবে মোহনবাগান। গ্রুপ পর্বে মোহনবাগানের দ্বিতীয় ম্যাচ ১৪ জানুয়ারি হায়দরাবাদ এফসি–র বিরুদ্ধে, দুপুর ২টোয়। একইদিনে সন্ধে সাড়ে ৭টায় আই লিগের যোগ্যতা অর্জনকারী দলের বিরুদ্ধে মাঠে নামবে ইস্টবেঙ্গল। ১৯ জানুয়ারি গ্রুপ লিগের শেষ ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান।
সুপার কাপ চলাকালীন কাতারে এএফসি এশিয়ান কাপে খেলবে ভারত। জাতীয় দলে ডাক পাওয়া ফুটবলারদের পাবে না ক্লাবগুলি। তাই সুপার কাপে ৬ বিদেশি খেলানোর অনুমতি দিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। সুপার কাপে চ্যাম্পিয়ন দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু–তে খেলার সুযোগ পাবে।
❤ Support Us