Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ১৮, ২০২৪

‌বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ব্যর্থতা, ইগর স্টিম্যাককে বরখাস্ত করল ফেডারেশন

আরম্ভ ওয়েব ডেস্ক
‌বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ব্যর্থতা, ইগর স্টিম্যাককে বরখাস্ত করল ফেডারেশন

কাঁড়ি টাকা খরচ করেও সাফল্য নেই। দীর্ঘদিন ধরেই ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিম্যাকের ভবিষ্যত নিয়ে জল্পনা চলছিল। তাঁর ওপর সন্তুষ্ট ছিলেন না ফেডারেশন কর্তারা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে ভারত ছিটকে যেতেই স্টিম্যাককে সরানোর দাবি জোরালো হয়ে ওঠে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটিও তাঁকে বরখাস্ত করার সুপারিশ করে। অবশেষে টেকনিক্যাল কমিটির সুপারিশকেই মান্যতা দিল ভারতীয় ফুটবল ফেডারেশন। সরিয়ে দেওয়া হল হেড কোচ ইগর স্টিম্যাককে।
স্টিম্যাকের ভবিষ্যত ঠিক করতে ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন ফেডারেশন কর্তারা। বৈঠকে যোগ দিয়েছিলেন সহ–সভাপতি এনএ হ্যারিস, কার্যকরী কমিটির সদস্য তথা ফিনান্স কমিটির চেয়ারপার্সন মেনলা এথেনপা, টুর্নামেন্ট কমিটির চেয়ারপার্সন অনিলকুমার প্রভাকরণ, টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান আইএম বিজয়ন, টেকনিক্যাল কমিটির সদস্য ক্লাইম্যাক্স লরেন্স ও ফেডারেশনের কার্যকরী সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ। ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খারাপ পারফরমেন্স নিয়ে আলোচনা করা হয়। টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান আইএম বিজয়ন স্টিম্যাককে সরানোর সুপারিশ করেন। তাংর সুপারিশের ভিত্তিতে ফেডারেশনের সদস্যরা সর্বসম্মতভাবেই নতুন হেড কোচ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন।
স্টিভেন কনস্টানটাইনের জায়গায় ২০১৯ সালের ১৫ মে ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব নেন ইগর স্টিম্যাক। চুক্তি শেষ হওয়ার পর আমার মেয়াদ বাড়ানো হয়। ২০২৬ সালে জুন মাস পর্যন্ত স্টিম্যাকের সঙ্গে চুক্তি ছিল ভারতীয় ফুটবল ফেডারেশনের। ইগরের মাসিক বেতন ২৫ লক্ষ টাকা। চুক্তি শেষ হওয়ার আগে সরালে বিরাট অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। স্টিম্যাককে ৩ মাসের বেতন নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এখন দেখার তিনি সেই প্রস্তাব মেনে নেন কিনা। তাঁর জায়গায় মহেশ গাউলিকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে ফেডারেশনের টেকনিক্যাল কমিটি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!