Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ৩, ২০২৪

মহিলা ফুটবলার হেনস্থার অভিযোগে দীপক শর্মাকে নির্বাসিত করল ফেডারেশন

আরম্ভ ওয়েব ডেস্ক
মহিলা ফুটবলার হেনস্থার অভিযোগে দীপক শর্মাকে নির্বাসিত করল ফেডারেশন

দুই মহিলা ফুটবলারকে হেনস্থার অভিযোগে কার্যকরী কমিটির সদস্য দীপক শর্মাকে নির্বাসিত করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। মঙ্গলবার ফেডারেশনের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দীপক শর্মাকে ফুটবল সম্পর্কিত যে কোনও কার্যকলাপে অংশগ্রহণ বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে কার্যকরী সমিতি।
হিমাচল প্রদেশের ক্লাব খাদ এফসি–র দুই মহিলা ফুটবলার ভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকরী কমিটির সদস্য দীপক শর্মার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন। তাঁদের অভিযোগ, গোয়ায় জাতীয় মহিলা ফুটবল লিগ ২ চলাকালীন হোটেলের ঘরে ডেকে নিয়ে মদ্যপ অবস্থায় দীপক শর্মা তাঁদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ৩০ মার্চ বিষয়টি প্রকাশ্যে আসে। দুই মহিলা ফুটবলার ফেডারেশেনের কাছে লিখিত অভিযোগ জানান। সেদিন রাত্রেই গোয়া পুলিশ দীপক শর্মাকে আটক করে।
দুই মহিলা ফুটবলারের অভিযোগ পাওয়ার পরপরই ফেডারেশন জরুরি ভিত্তিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠিন করে। পরে সেই কমিটি ভেঙে দিয়ে ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির হাতে তদন্তভার হস্তান্তর করে। সোমবার রাতে ফেডারেশনের সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় দীপক শর্মাকে নির্বাসিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। মহিলা ফুটবলারের হেনস্থার ঘটনায় বিরক্ত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরও। তিনি ফেডারেশন সভাপতি কল্যান চৌবেকে দ্রুত ও দৃঢ় আইনী পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!