- দে । শ
- মে ৬, ২০২৪
জম্মু-কাশ্মীরের পুঞ্চে ফের সেনা কনভয়ে জঙ্গি হানা। নিহত এক, আহত চার বায়ু সেনা

ফের জঙ্গিহানা কাশ্মীরে। গত শনিবার জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে সুরানকোটের সানাইগ্রামে বায়ুসেনার (ইন্ডিয়ান এয়ার ফোরস) কনভয়ে সন্ত্রাসবাদীদের হামলায় এক বায়ুসেনা জওয়ান নিহত এবং চারজন আহত হয়েছেন। বায়ুসেনার তরফে জানানো হয়েছে, আহতদের উধমপুরের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। অকুস্থলে গেছেন বায়ুসেনার বিশেষ দল।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা মল্লিকারজুন খারগে। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে মৃত জওয়ানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ও আহত জওয়ানদের আরোগ্য কামনা করেছেন। শ্রদ্ধা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধিও। তিনি সন্ত্রাসবাদীদের ‘কাপুরুষ’ বলে আখ্যায়িত করেছেন।
এই সন্ত্রাসী হামলায় আমেরিকান অস্ত্র এম-4 রাইফেল এবং একে – ৪৭ ব্যবহার করাও হয়েছে বলে জানা যাচ্ছে। কার্তুজগুলি স্টিলের তৈরি, যা সাধারণত তৈরি হয় চিনে। চিন থেকে পৌঁছায় পাকিস্তানে। এই বুলেটগুলি বুলেটপ্রুফ গাড়ি এবং বাঙ্কার উড়িয়ে দিতে সক্ষম। শাহসিতার, গুরসাই, সানাই, শিনদারা টপসহ অনেক এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ তল্লাশি অভিযান চলছে। এখনও পর্যন্ত কোন সন্ত্রাসবাদী গোষ্ঠী এর দায় স্বীকার করেনি ।
এর আগেও ২৩ এপ্রিল পুঞ্চেই একটি ট্রাকে হামলা করে জঙ্গিরা। সেখানেও ব্যবহার করা হয়েছিল এই স্টিলের বুলেট। বিশেষজ্ঞরা বলেন, এই বুলেট পিতলের বুলেটের থেকেও অনেক বেশি কার্যকরী।
এই ঘটনাকে ‘ পূর্ব পরিকল্পিত’ বলে বিতর্ক বাড়িয়েছেন পাঞ্জাবের মন্ত্রী ও জলন্ধর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী চরণজিৎ সিং চন্নি। তাঁর মতে লোকসভা নির্বাচন চলাকালীন এটা বিজেপির একটি ‘স্টাণ্ট।’ এই নিয়ে বিজেপি নেতা অনুরাগ ঠাকুর পাল্টা কটাক্ষ করে বলেছেন,’কংগ্রেস আর কত নীচে নামবে? আমাদের বীর সেনী কর্মীদের নির্বাচনে জেতার জন্য আর কত অপমান করবে?’
❤ Support Us