- এই মুহূর্তে
- ফেব্রুয়ারি ২২, ২০২২
যুদ্ধের কালো মেঘ ঘনাচ্ছে, ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে উড়ল এয়ার ইন্ডিয়ার বিমান
আকাশে যুদ্ধের কালো মেঘ, ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে উড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিট নাগাদ দিল্লি থেকে ইউক্রেনের রাজধানী কিভের উদ্দেশে রওনা হয় এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ড্রিমলাইনার বিমান ।
২৫৬ আসন বিশিষ্ট ওই ড্রিমলাইনার বিমানের কোড এআই-১৯৪৭ বলে জানা গিয়েছে ৷ দিল্লি থেকে ইউক্রেনের রাজধানী কিভে পৌঁছতে বিমানটির সময় লাগবে ৮ ঘণ্টা ৷ এর আগে কিভ-দিল্লি-কিভ রুটে সপ্তাহে একটাই সরাসরি বিমান চলছিল, সেটা হল ইউক্রেনিয়ান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ৷ কিন্তু এই রুটে এবার যাত্রী বিমানসংখ্যা আরও বাড়ানোর কথা আগেই ঘোষণা করা হয়েছিল ।
২৫ ফেব্রুয়ারি (একটি ফ্লাইট), ২৭ ফেব্রুয়ারি (দুটি ফ্লাইট) এবং ৬ মার্চ (একটি) বিমান চালানো হবে এই রুটে ৷ এ ছাড়া এয়ার আরবিয়া, ফ্লাই দুবাই এবং কাতার এয়ারওয়েজেও এই রুটে বর্তমানে বিমান চালিয়ে থাকছে ৷ তাই ইউক্রেনে থাকা ভারতীয়রা নিজেদের নিরাপদ না মনে করলে তাঁদের দেশে ফেরার জন্য এখন বেশ কয়েকটি বিকল্প রয়েছে ৷
আগে একাধিক বার ভারতীয়দের ইউক্রেন থেকে ফেরানোর প্রেক্ষিতে অবস্থান পরিবর্তন করেছিল ভারত। পাশাপাশি যখন শেষ পর্যন্ত কেন্দ্রের তরফে ইউক্রেন থেকে ভারতীয়দের দেশে ফেরার পরামর্শ দেওয়া হয়, তখন অভিযোগ ওঠে যে বিমানের টিকিট মিলছে না। এই পরিস্থিতিতে গতকালই ইউক্রেনের দুই বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলকে স্বাধীন ঘোষণা করেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর জেরে যুদ্ধের আশঙ্কা আরও বেড়েছে।
এই আবহে সংবাদ সংস্থা এএনআইকে এয়ার ইন্ডিয়ার এক ঊর্ধ্বতন কর্তা বলেন, ‘ইউক্রেন থেকে এয়ার ইন্ডিয়া পরিচালিত তিনটি বিমান ভারতীয়দের দেশে নিয়ে আসবে। সেই তিনটি উড়ানের মধ্যে এয়ার ইন্ডিয়ার প্রথম বিশেষ ফ্লাইট আজ রাতে ভারতীয় নাগরিকদের নিয়ে উড়ে আসবে দেশে।’
❤ Support Us