Advertisement
  • এই মুহূর্তে
  • ফেব্রুয়ারি ২৪, ২০২২

এখনও আটকে হাজার হাজার ভারতীয়, ইউক্রেনে নামতে পারল না এয়ার ইন্ডিয়ার শেষ উদ্ধারকারী বিমান

আরম্ভ ওয়েব ডেস্ক
এখনও আটকে হাজার হাজার ভারতীয়, ইউক্রেনে নামতে পারল না এয়ার ইন্ডিয়ার শেষ উদ্ধারকারী বিমান

ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু রাশিয়ার । এই পরিস্থিতিতে সেখানে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানো হচ্ছিল এয়ার ইন্ডিয়ার বিমানে। কিন্তু কিয়েভ-সহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ হামলা শুরু হয়ে যাওয়ার পরই আকাশপথ বন্ধ করে দিয়েছে ইউক্রেন। যার ধাক্কায় এয়ার ইন্ডিয়ার একটি বিমান সেদেশে নামার অনুমতি না পেয়ে ফিরে এল নয়াদিল্লিতে । যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই রাষ্ট্রসংঘে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি।

গত সোমবারই ইউক্রেনের ডোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তখন থেকেই যুদ্ধের আশঙ্কা আরও বেড়ে গিয়েছিল। এরপরই সেখানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে ব্যস্ত হয়ে পড়ে কেন্দ্র। ফলে সেখানে আটকে থাকা  প্রায় ২০ হাজার ভারতীয়র নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। রাষ্ট্রসংঘে সেই উদ্বেগের কথা জানাতে দেখা গিয়েছে তিরুমূর্তিকে।

নিরাপত্তা পরিষদে বৈঠকে তিরুমূর্তি বলেছেন, আলোচনার মধ্যে দিয়েই সংকট কাটিয়ে তোলা যেত । ভারত বারবারই জানিয়েছে, যুদ্ধ নয়, বরং গঠনমূলক কূটনীতিই পথ। ইউক্রেন, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলি আলোচনার মাধ্যমেই সমস্যা মিটিয়ে নিক চাইছিল ভারত। কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধের কালো মেঘ ঘনিয়েছে কিয়েভের আকাশে। এছাড়াও খারকিভ, মারিওপোল, বেলগার্দ ওবাস্কে রাশিয়া হামলা চালিয়েছে বলে খবর। ফলে স্বাভাবিক ভাবেই গোটা বিশ্বের মতো উদ্বেগ বাড়ছে ভারতেরও।

মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিট নাগাদ দিল্লি থেকে ইউক্রেনের রাজধানী কিভের উদ্দেশে রওনা হয় এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ড্রিমলাইনার বিমান৷ ২৫৬ আসন বিশিষ্ট ওই ড্রিমলাইনার বিমানের কোড ছিল এওয়ান-১৯৪৭৷ দিল্লি থেকে ইউক্রেনের রাজধানী কিভে পৌঁছতে বিমানটির সময় লাগে প্রায় ৮ ঘণ্টা ৷ এর আগে কিভ-দিল্লি-কিভ রুটে সপ্তাহে একটাই সরাসরি বিমান চলছিল, সেটা হল ইউক্রেনিয়ান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ৷ কিন্তু এই রুটে এবার যাত্রী বিমানসংখ্যা আরও বাড়ানোর কথা আগেই ঘোষণা করা হয়েছিল। কিন্তু এরই মাঝে রাশিয়া আক্রমণ হানায় ইউক্রেন তার আকাশ সীমা বন্ধ করে দেয় । ফলে ইউক্রেনে নামতে পারল না এয়ার ইন্ডিয়ার শেষ উদ্ধারকারী বিমান ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!