- এই মুহূর্তে
- জুলাই ৫, ২০২২
এয়ারপোর্ট থেকে হাওড়া ওয়ান স্টপ বাস ।

ওয়ান স্টপ বাসের উদ্বোধন করলেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম । হাওড়া গামী কিংবা এয়ারপোর্টগামী বাসটি মাঝ পথে কেবল এসপ্ল্যানেডেই থামবে । মঙ্গলবার ওয়ান স্টপ ই-বাসের উদ্বোধনের পর ফিরহাদ বলেছেন, ‘প্রায় ৩০ বছর এই পরিষেবা বন্ধ ছিল। রাজ্যের পরিবহণ নিগমের ভাইস চেয়ারম্যানকে অনুরোধ করেছি, পুনরায় এই রুটে বাস চালু করতে। বাসগুলি বিদ্যুতচালিত।
বিমানবন্দর কর্তৃপক্ষকেও পরিবহণ মন্ত্রী অনুরোধ করেছেন, এয়ারপোর্টের ডিপারচারের জায়গায় ‘সিটি বাস অ্যাভেলেবল’ বলে উল্লেখ করে দিন। এতে বিমানযাত্রীদের সুবিধা হবে । তাঁরা এসপ্ল্যানেড কিংবা হাওড়ার এই এসি ই-বাসে যাত্রা করতে পারবেন।
❤ Support Us