Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মার্চ ২৮, ২০২৩

হিন্দুরাষ্ট্রের দাবিদারদের বিরুদ্ধে মামলা কেন নয় ? মুখ্যমন্ত্রী ভগবন্তের বিরুদ্ধে অকাল তখতের ক্ষোভ।শিখ যুবকদের মুক্তির দাবিতে প্রশাসনকে চরম বার্তা

আরম্ভ ওয়েব ডেস্ক
হিন্দুরাষ্ট্রের দাবিদারদের বিরুদ্ধে মামলা কেন নয় ? মুখ্যমন্ত্রী ভগবন্তের বিরুদ্ধে অকাল তখতের ক্ষোভ।শিখ যুবকদের মুক্তির দাবিতে প্রশাসনকে চরম বার্তা

খলিস্তানি নেতা অমৃতপাল সিংয়ের সন্ধান এখনও মেলেনি। পঞ্জাবজুড়ে অমৃতপালের খোঁজে লাগাতার পুলিশি অভিযান চলছে। এই পরিস্থিতিতে শিখ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু ক্ষোভ উগরে দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা ভগবন্ত মানের বিরুদ্ধে। অকাল তখতের তরফে বলা হয়েছে, যারা হিন্দুরাষ্ট্রের দাবিদার বলে নিজেদের জাহির করছেন, তাদের বিরুদ্ধে কেন একই ধরনের কঠোর পুলিশি ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

অকাল তখতের জাঠেদার জ্ঞানী হরপ্রীত সিং কার্যত পঞ্জাব সরকারকে হুমকি দিয়েছেন। রাজ্য সরকারকে ২৪ ঘণ্টা সময় দিয়ে বলেছেন, এই সময়সীমায় খলিস্তানি নেতা অমৃতপাল সিংয়ের সন্ধানে নেমে পুলিশ যে সমস্ত শিখ যুবককে গ্রেফতার করেছে, তাদের মুক্তি দিতে হবে। প্রসঙ্গত, পঞ্জাবের বর্তমান পরিস্থিতি নিয়ে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এই দাবি তুলেছেন তিনি। ওই সভায় উপস্থিতদের মধ্যে ছিলেন বিশিষ্ট বুদ্ধিজীবী থেকে শুরু করে আইনজীবী, সাংবাদিক, ধর্মীয় নেতারা এবং সমাজকর্মীরা।

অকাল তখতের তরফে এই অভিযোগও তোলা হয়েছে, খলিস্তানপন্থী অমৃতপালের সমর্থক হিসেবে যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে ন্যাশনাল সিকিওরিটি অ্যাক্টে মামলা দায়ের করেছে পুলিশ। এদিকে যারা হিন্দুরাষ্ট্রের দাবি তুলছেন কেন গ্রেফতার করে তাদের বিরুদ্ধে ন্যাশনাল সিকিওরিটি অ্যাক্টে মামলা দায়ের করা হচ্ছে না?

এদিকে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছেন, গ্রেফতার হওয়ার পরেও যাদের বিরুদ্ধে দেশবিরোধী কাজে যুক্ত থাকার প্রমাণ মেলেনি, তাদের যেন ছেড়ে দেওয়া হয়। একইসঙ্গে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এই হুঁশিয়ারি দিয়েছেন, যারা শান্তি বিঘ্নিত করতে চাইছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পঞ্জাব পুলিশ জানিয়েছে, খলিস্তানি নে্তা অমৃতপালের সন্ধানে নেমে মোট ৩৫৩জনকে হেফাজতে নিয়েছিল পুলিশ। এদের মধ্যে ১৯৭ জনকে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে।

বাকিদের পুলিশ কেন ছাড়ছে না, এনিয়েও প্রশ্ন তোলা হয়েছে অকাল তখতের তরফে। বলা হয়েছে, যে সমস্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ, তাদের সকলকে না ছাড়া হলে হাইকোর্টের দ্বারস্থ হতে হবে।

অকাল তখতের তরফে আরও অভিযোগ করা হয়েছে, টেলিভিশন চ্যানেলগুলির একাংশ শিখ সম্প্রদায়ের অবমাননা করছে। শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক বিষয় সম্প্রচার করা হচ্ছে। আমরা কি সন্ত্রাসবাদী? প্রসঙ্গত, এর আগে অকাল তখতের তরফে বিবৃতি দিয়ে খলিস্তানি নেতা অমৃতপাল সিংকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বলা হয়।

অকাল তখতের প্রতিক্রিয়ার পরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন, আইন আইনের পথেই চলবে। তবে সন্দেহবশত যাদের পুলিশ গ্রেফতার করেছে, তাদের ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!