Advertisement
  • এই মুহূর্তে
  • মার্চ ১১, ২০২২

আমরা পেরেছি, বিজেপিরও আসন কমানো যায়, হেরেও অখুশি নন অখিলেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
আমরা পেরেছি, বিজেপিরও আসন কমানো যায়, হেরেও অখুশি নন অখিলেশ

উত্তরপ্রদেশে ভোটযুদ্ধে হেরে গিয়েও অখুশি নন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব । তিনি বললেন, ‘ইউপির নির্বাচনে আমাদের আসন সংখ্যা বাড়ানোর জন্য জনতাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আসন বেড়েছে আড়াই গুণ। ভোটের হার বেড়েছে দেড়গুণ।’ এরপরই বিজেপিকে আক্রমণ করে তিনি কটাক্ষের সুরে বললেন, আমরা দেখিয়ে দিয়েছি যে বিজেপিরও আসন সংখ্যা কমানো যায়। আগামী দিনে বিজেপির এই ক্ষয় অব্যাহত থাকবে। বিজেপির অর্ধেক ছল-চাতুরী মানুষ ধরে ফেলেছে । বাকি অর্ধেক খুব শীঘ্রই মানুষের সামনে চলে আসবে । মানুষের স্বার্থে আমাদের এই লড়াই একদিন জয়ী হবেই।

উত্তরপ্রদেশের ফলাফল বিশ্লেষণ করলেই বোঝা যাবে যে অখিলেশের এই দাবি খুব একটা অযৌক্তিক নয় । বিজেপি জিতলেও উত্তরপ্রদেশে তাঁদের আসন কমেছে ৫৭টি । আগেরবার যেখানে বিজেপি একাই ৩১২টি আসন পেয়েছিল, সেখানে এবার তাদের দখলে ২৫৫টি । গতবার বিজেপি জোট পেয়েছিল ৩২৫টি আসন, সেখানে এবার বিজেপি জোট পেয়েছে মাত্র ২৭৩টি আসন। রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যও পরাজিত হয়েছেন ।

আবার ২০১৭ নির্বাচনের তুলনায় অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির প্রায় আড়াইগুণ আসন বেড়েছে। ২০১৭ সালে কংগ্রেসের সঙ্গে জোট করেও সপা পেয়েছিল মাত্র ৮৭ আসন । এবারে একাই সমাজবাদী পার্টি পেয়েছে ১১১ আসন। আগেরবার সপা জোট সব মিলিয়ে পেয়েছিল ৫৫টি আসন। এবার সপা জোট পেয়েছে ১২৫টি আসন। তার থেকেও তাৎপর্যপূর্ণভাবে এই নির্বাচনে উত্তরপ্রদেশের প্রধান বিরোধী দল হিসাবে প্রশ্নাতীতভাবেই প্রতিষ্ঠিত হয়েছে সমাজবাদী পার্টি ।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!