Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ২৭, ২০২৪

উত্তরপ্রদেশে কংগ্রেসের সঙ্গে আসন-রফা ঘোষণা করলেন অখিলেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
উত্তরপ্রদেশে কংগ্রেসের সঙ্গে আসন-রফা ঘোষণা করলেন অখিলেশ

বাংলা, বিহার, পঞ্জাবে যখন ইন্ডিয়া জোট আলগা হচ্ছে তখন উত্তরপ্রদেশে কংগ্রেসের সঙ্গে ২০২৪-এর লোকসভা নির্বাচনে আসন-রফা ঘোষণা করলেন সমাজবাদী পার্টির শীর্ষ নেতা অখিলেশ যাদব। এই আসন-রফার কথা ঘোষণা করে নিজের এক্স হ্যান্ডেলে কংগ্রেসের পাশে থাকার বার্তা দিয়েছেন সমাজবাদী দলের সুপ্রিমো। তাতে আসন্ন লোকসভা নিবাচনে কংগ্রেসের সঙ্গে জোট বেধেই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিলেন অখিলেশ যাদব।

সমাজবাদী পার্টির সুপ্রিমো জানান, ২০২৪ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়বো। কংগ্রেসকে ১১টি আসন দেবে এসপি। কংগ্রেস এবং এসপি- উভয় দলের সম্মতিতেই আসন-রফা চূড়ান্ত হয়েছে বলেও জানিয়েছেন অখিলেশ যাদব।

আসন-রফার খবরটি নিশ্চিত করে এক্স হ্যান্ডেলে অখিলেশ যাদব আরও লিখেছেন, “১১টি শক্তিশালী আসন দিয়ে কংগ্রেসের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ জোট শুরু হয়েছে। এটা জয়ের সমীকরণ এবং এই ধারা আরও এগিয়ে যাবে। ‘ইন্ডিয়া’ টিম এবং ‘পিডিএ’ ইতিহাস বদলে দেবে।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!