- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জুন ১৮, ২০২৪
সুলভ উড়ানের স্বপ্ন বুনতে আসছে ‘সর ফিরা’, মুক্তি পেল ট্রেলার
‘স্বপ্ন সেটা নয় যা আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন, স্বপ্ন সেটাই যা আপনাকে ঘুমোতে দেয়না,’ এমনই এক স্বপ্ন দেখার কাহিনী নিয়ে আসছে ‘সর ফিরা’।
১৫ জুনের এক্স মাধ্যমে ফুটে উঠল একটি ছবি। একগাল খোঁচা খোঁচা দাড়ি ও চোখে সানগ্লাস , মাথার চুল ব্যাকব্রাশ করে আঁচড়ানো এক যুবক। একটু ভালো করে দেখলে বোঝা যাবে ছবির ব্যক্তি মোটেও আর ‘যুবক’ নন। তাঁর বয়স ‘মাত্র’ ৫৮।
Pehla kadam apne sapno ki taraf… ✨#Sarfira trailer out today!
Watch Sarfira on 12th July, only in cinemas. pic.twitter.com/NKyJoD3Hun
— Akshay Kumar (@akshaykumar) June 18, 2024
মুক্তি পেয়েছে ট্রেলার । এক ‘সর ফিরা’র কাহিনী। হিন্দিতে ‘সর ফিরা’ শব্দের অর্থ , যার মাথার ঠিক নেই অথবা কিঞ্চিৎ খ্যাপাটে ব্যক্তি। তাঁর পকেটে একটিও টাকা নেই। তাঁর এতটাই ‘হাঁড়ির হাল’ যে কোনও জায়গা থেকে টাকা এলেই আগে তা দেনা মেটাতে কাজে লাগে। এহেন পরিস্থিতিতেও তাঁর দু চোখে স্বপ্ন মাত্র এক টাকায় ভাগ্য বদল করবেন তিনি। নিজের তো বটেই, সাধারণ মানুষকেও সে সুখের অংশীদার করবেন তিনি। এমন মানুষকে ‘সর ফিরা’ ছাড়া আর কিই বা বলতে পারে আমজনতা?
অক্ষয়ের এই ছবি সূরিয়ার তামিল ব্লকবাস্টার ‘সুরারাই পাতরু’র অফিসিয়াল রিমেক।মূল কাহিনী জি আর গোপীনাথের স্মৃতিকথা সিম্পলি ফ্লাই: এ ডেকান ওডিসি। ছবির প্রযোজক হলেন দক্ষিণী তারকা দম্পতি জুটি ‘সুরিয়া-জ্যোতিকা’। নির্দেশনায় সুধা কোঙ্গারা। এই ছবিতে প্রাক্তন এয়ার ফোর্স ক্যাপ্টেন বীর মাত্রের চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার , যিনি আম জনতাকে সস্তায় প্লেন যাত্রার ব্যবস্থা করেন। উল্লেখ্য ‘সুরারাই পাতরু’রও নির্দেশক ছিলেন কোঙ্গার। ছবিতে বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয়ের পাশাপাশি থাকছেন বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল। তামিল ছবিতেও তিনি একই চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়া থাকছেন রাধিকা মদন, যিনি বীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। বীরের মায়ের ভূমিকায় থাকছেন বিশিষ্ট অভিনেত্রী সীমা বিশ্বাস। একটি বিশেষ চরিত্রে থাকছেন প্রযোজক ‘সুরিয়া’। ট্রেলারেরও দেখা গেছে তাঁকে ।
পোস্টার মুক্তি পেতেই ৫৮-র অক্ষয়ের চল্লিশ ঘেঁষা লুক দেখে রীতিমতো আপ্লুত অনুরাগীরা। কেউ কেউ বলছেন,’অক্ষয় কুমার ইজ ব্যাক।’ কেউ লিখেছেন,’অনেকদিন পর অক্ষয়ের কোনও ছবির ফার্স্ট লুক দেখে মনে হচ্ছে এই ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে হবে। ‘ অনেক সেলেব্রিটিও মন্তব্য করেছেন। যেমন – পরেশ রাওয়াল । তিনি লিখেছেন,’ অক্ষয়ের সেরা ছবি এটি।’ আর মাধবন লিখেছেন,’দারুন দেখাচ্ছে স্যার। ছবিটা দেখার জন্য মুখিয়ে রয়েছি।’ তবে পোস্টারের ওপরে আবছা অক্ষরে লেখা রয়েছে কিছু বার্তা, স্বপ্ন এতটাই বড় দেখুন, যা দেখে মানুষ আপনাকে পাগল ভেবে বসে। ‘ ছবির ক্যাপশনে অক্ষয় লিখেছেন, এই ছবির গল্প একজন সাহসী ব্যক্তিকে নিয়ে লেখা । এরক্ম ছবিতে কাজ করার সুযোগ একবারই আসে।
ছবি মুক্তি পাবে আগামী ১২ জুলাই। বহুদিন বড় সাফল্যের মুখ দেখেননি অক্ষয় কুমার। শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ও এম জি ২’ কোনোরকমে সফল হয়েছিল। ‘বড়ে মিঞা ছোটে মিঞা’র মতো ছবিও বক্স অফসে মুখ থুবড়ে পড়ে। দীর্ঘ ৩৩ বছরের কেরিয়ারে অভিনয়ের সবকটি ক্ষেত্রেই প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। সেই হারানো জমি পুনরুদ্ধার করার জন্য ‘সর ফিরা’ একটি অন্যতম অবলম্বন হতে পারে কিনা তা বলবে সময়।
❤ Support Us